সিসার ধর্ম ও ব্যবহার লিখ।
সিসার ধর্ম
১) সিসা একটি ধূসর বর্ণের ধাতু,
২)এর ধাতব দ্যুতি আছে,
৩) সিসার গলনাঙ্ক 327.4° সে. এবং স্ফুটনাঙ্ক 1725° সে.,
৪) সিসার আপেক্ষিক গুরুত্ব 11.3,
৫)শুষ্ক বায়ু সিসার সাথে বিক্রিয়া করে না কিন্তু আর্দ্র বায়ুতে সিসা বিক্রিয়া করে।
৬)বিক্রিয়া করে কার্বনেট উৎপন্ন করে,
৭. হাল্কা এসিডের সাথে বিক্রিয়া করে না কিন্তু গাঢ় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে।
ব্যবহার (Uses of Lead)
১) প্রেসের টাইপ ধাতু তৈরিতে সিসা ব্যবহৃত হয়,
২)সোল্ডার হিসেবে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়,
৩) বিভিন্ন রং তৈরিতে সিসা ব্যবহৃত হয়,
৪) সংকর ধাতু প্রস্তুতিতেও সিসা ব্যবহৃত হয়,
৫) বয়লারের নিরাপদ প্লাগ তৈরিতে সিসা ব্যবহার করা হয়।
No comments:
Post a Comment