বাঙালী সাংস্কৃতির ধারক ও বাহক যারা

কৃষাণ চন্দের "অন্নদাতা" বইটি পড়ে দেখুন।বুঝতে পারবেন বাংলায় কেন দুর্ভিক্ষ হয়েছিল। আলমগীর শাবানার ভাত দে সিনেমাটা দেখুন বুঝতে পারবেন ক্ষুধার যন্ত্রনা কাকে বলে?কোন কৃষকের সাথে একটি দিন কাটিয়ে দেখুন ৩০০ টাকার জন্য কতোটা পরিশ্রম করা লাগে।আপনারা অট্টালিকায় বসে নবান্ন আর পিঠা-পুলির কথা বলেন? কৃষক নিয়ে কবিতা বলেন।বিখ্যাত হোন।পুরুষ্কার পান।বলেন তো কতজন কৃষক আপনার বন্ধু। কতজন কৃষকের সাথে আপনার পরিচয় আছে?

বাঙালী সাংস্কৃতি টিকিয়ে রেখেছে কৃষক সমাজ।এরা শহরে আসে নি।তারা লুঙ্গি পরে দেশের যেকোনো প্রান্তে যেতে পারে। তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। আপনারা যারা এলিট।আপনারা কি পারবেন এগুলো? যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণি থেকে বের হয়ে আসতে চাই তারা কি পারবে লুঙ্গি পরে দেশ ঘুরতে। এখন শহরের পরিধি বাড়ছে। পূর্বে তো শহরতলিগুলো একেকটা গ্রাম ছিল।

যে পল্লী সমাজ বাঙালীকে টিকিয়ে রাখছে। যে কৃষকেরা  ঐতিহ্য ধরে রেখেছে তাদের প্রতি আপনাদের মূল্যায়ন কী?বাংলার সাংস্কৃতি কি কবিতা,গান আর নাটকে টিকিয়ে রাখা সম্ভব? না সম্ভব না। বাঙালী সাংস্কৃতি টিকিয়ে রাখতে হলে বাংলার কৃষককে টিকিয়ে রাখতে হবে।কৃষিকে লাভজনক করতে হবে।কৃষকের ভাষা বুঝতে হবে।তাদের বিশ্বাস ও বিশ্বাসের কারণ বুঝতে হবে।মোট জনসংখ্যার প্রায় ৭০ ভাগ লোক গ্রামে বসবাস করে। এদের বাদ দিয়ে শুধুমাত্র এলিটদের নিয়ে বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে পারবেন না। 


বাংলার ঐতিহ্যবাহী খেলা,ফুল, ফল,পাখি এগুলো শহরে পাবেন না।বিশুদ্ধ বাতাস? শহরের ময়লা খাওয়া কাকের ডাকে কি বাঙালী চেতনা আসা সম্ভব ? সারাদিন মাঠে  খেটে কাঁঠাল গাছের নিচে গামছা মেলে শুয়ে থাকা বাঙালীর ঐতিহ্য। গরু নিয়ে মাঠে মাঠে ঘোরা বাঙালির ঐতিহ্য। পায়ে হেঁটে এক গ্রাম থেকে ভিন্ন গ্রামে চলা বাঙালির  ঐতিহ্য। কিছু লোক বাঙালি সাংস্কৃতি টিকিয়ে রাখতে চায়  গান, নাটক আর শাড়ি ব্লাউজে।আফসোস! বাংলার গ্রাম,বাংলার কৃষক, বাংলার চাষা,বাংলার গ্রাম্য বধূ যতোদিন থাকবে বাংলার সাংস্কৃতি ও ঐতিহ্য ততোদিন থাকবে। শহরে বসে লেখায়, কবিতায় আর কথায় সাংস্কৃতি টিকিয়ে রাখা যায় না।কোন সাংস্কৃতি টিকিয়ে রাখতে সেই সাংস্কৃতির উৎপত্তিস্থলে চলাচল করতে হয়। যেমন শহর আর গ্রাম আলাদা।গ্রামের লোক শহরে এসে শহরকে গ্রামে পরিণত করে ফেলেছে। তাইতো শহর এতো নোংরা।আবার শহরের লোক গ্রামে গিয়ে শহুরে ভাব ধরে থাকতে পারবে না।গায়ে কাঁদা লাগাতেই হবে।নইলে টিকতে পারবেন না।

Previous Post Next Post