Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বিভিন্ন ধরনের মেটাল ও সংকরধাতুর উপাদান

ডুরালুমিন, গান মেটান, বেবিট মেটাল,মোনেল মেটাল, বেল মেটাল, Muntz metal, জার্মান সিলভার

 ডুরালুমিন কী? 

 ইহা এ্যালুমিনিয়ামের সংকর । ইহাতে এ্যালুমিনিয়াম ছাড়াও ৩.৫% থেকে ৪.৫% কপার, ০.৪% থেকে০.৭% ম্যাংগানিজ, ০.৪% থেকে ০.৭% ম্যাগনেসিয়াম থাকে।ইহাকে ফোর্জিং করা যায় এবং ইহার সাহায্যে বার, সীট, টিউব,রিভেট ইত্যাদি তৈরী করা যায় ।

গান মেটাল কী?

 এটা কপারের সংকর ধাতু। ইহাতে কপার ছাড়া ১০%

টিন এবং ২% জিংক থাকে। গানমেটাল, বয়লার ফিটিংস, বুশ,বিয়ারিং, হাইড্রলিক ভাল্ব, গীয়ার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।


বেবিট মেটাল (Babit metal) কী?

 বেবিট মেটাল হচ্ছে টিন ভিত্তিক এ্যালয়। ইহাতে ৮৮% টিন, ৮%এন্টিমনি এবং ৪% কপার থাকে ।বেবিট মেটালের স্ট্রেংথ কম এবং নরম মেটাল। ইহার ফ্রিকশন কো-ইফিসিয়েন্ট খুব কম। বেবিট মেটাল কে বিয়ারিং মেটাল হিসেবে ব্যবহার করা হয়। বেবিট মেটালের ফ্রিকশনস কো-ইফিসিয়েন্ট খুব কম থাকায় ইহাকে বিয়ারিং তৈরিতে ব্যবহার করা হয়।


বেল মেটাল (Bell metal) কী? 

ইহা এক প্রকার সংকর ধাতু।ইহাতে ২০% টিন থাকে এবং ৬০% কপার । বেল মেটাল শক্ত এবং সারফেসের ওয়্যার রেজিষ্টেন্স গুন বেশী। ইহা বেল, ঘন্টা (gongs) ইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয়।


Muntz metal / Yellow metal কী?

 এটা ৪০% জিংক এবং ৬০% কপারের একটি সংকর ধাতু । কোন কোন সময় ইহাতে অল্প পরিমাণ লিড থাকে।ইহা সাধারণ ব্রাসের চাইতে শক্ত এবং ডাকটাইল। Muntz metal হট ওয়ার্কিং এর জন্য সুবিধাজনকএবং ইহা মেশিন পার্টস,ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, বোল্ট,টিউব ইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয়।


মোনেল মেটাল (Monel metal) কী?

 মোনেল মেটাল এক প্রকার সংকর ধাতু। ইহাতে ৬০% নিকেল, ৩৮% কপার এবং অল্প পরিমানে এলুমিনিয়াম অথবা ম্যাংগানিজ থাকে। মোনেল মেটাল রড,সীট, তার, টারবাইন ব্লেড, সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার ইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয় । 

জার্মান সিলভার কী? 

এটা এক প্রকার সংকর ধাতু।ইহার সংকর উপাদানগুলো হচ্ছে কপার, জিংক এবং নিকেল । ইহা দেখতেসা দা এবং শক্ত ও ডাকটাইল । জার্মান সিলভার কে ইনটেনসিল এবং বৈদ্যুতিক কাজে অপরিবাহী হিসাবে ব্যবহার করা হয়।


alloy metal




No comments: