পৃথিবীর বায়ুমন্ডলের লেয়ার কয়টি
বা বায়ুমন্ডলের স্তর কয়টি ও তার নাম কী কী?পৃথিবীর আকাশ কী? আকাশের বিভিন্ন স্তর
পৃথিবীর বায়ুমন্ডলে প্রধানত চারটি লেয়ার বা স্তর রয়েছে। পৃথিবীর বায়ুমন্ডলের চারটি লেয়ারের নাম হলো
১. ট্রপোসফেয়ার
২. স্ট্র্যাটোসফেয়ার
৩. মেসোসফেয়ার
৪. থার্মোসফেয়ার
৫. এক্সোজফেয়ার
ট্রপোসফেয়ার বা ঘনমন্ডল (Troposohere) সম্পর্কে সাধারণ জ্ঞান
ট্রপোস্ফেয়ার এর অর্থ কী?
ট্রপোস্ফেয়ার এর ট্রপো শব্দটি গ্রীক শব্দ ট্রপোস হতে এসেছে। যার অর্থ ঘূর্ণায়মান
পৃথিবীর ভূমন্ডল থেকে বায়ুমন্ডলের প্রথম ধাপ অর্থাৎ ট্রোপোসফেয়ার এর দূরত্ব কত?
উত্তর: ৯ থেকে ১৪.৫ কি.মি পর্যন্ত
ট্রোপোসফেয়ার লেয়ার এর তাপমাত্রা কত?
উত্তর: ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে -৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে
প্লেন উড়োজাহাজ বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে চলাচল করে?
উত্তর: Troposphere লেয়ার দিয়ে এরোপ্লেন চলাচল করে।
ঝড়, বৃষ্টি মেঘ বায়ুমন্ডলের কোন স্তরে ঘটে?
উত্তর: ট্রপোস্ফেয়ার এ
ট্রোপোসফেয়ার লেয়ার এ বাতাসের বেগ কত?
উত্তর: ১ mb বা ১ মিলিবার বা ০.৭৫ পারদ চাপ
বায়ুমন্ডলের কোন স্তরে বাতাসের বেগ বেশি?
উত্তর: ট্রপোস্ফেয়ার
স্ট্র্যাটোস্ফেয়ার বা শান্তমন্ডল (Stratosphere) সম্পর্কে সাধারণ জ্ঞান
স্ট্র্যাটোস্ফেয়ার এর দূরত্ব কত?
উত্তরঃ বায়ুমন্ডলের স্ট্র্যাটোসফেয়ার ট্রপোস্ফেয়ার ৫০ থেকে ৫৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
ওজন স্তর বায়ুমন্ডলের কোন লেয়ারে অবস্থিত?
উত্তর: স্ট্র্যাটোস্ফেয়ার লেয়ারে অবস্থিত।
ওজন স্তরের রং হালকা নীল।
stratosphere স্তরের তাপমাত্রা কত?
উত্তর: -৬০ ডিগ্রি সেলসিয়াস থেকে -০ ডিগ্রি সেলসিয়াস। স্ট্যাটোসফেয়ার থেকে যতো উপরে গেলে তাপমাত্রা বাড়তে থাকে।
মেসস্ফেয়ার (Mesosphere) সম্পর্কে সাধারণ জ্ঞান
বায়ুমন্ডলের তৃতীয় স্তর অর্থাৎ মেসস্ফেয়ার লেয়ার ভূমন্ডল হতে কত দূরে অবস্থিত
উত্তর: স্ট্র্যাটোস্ফেয়ার হতে ৫০ থেকে ৮৫ কি.মি।
মেসস্ফেয়ার এ বাতাসের চাপ কত?
উত্তর: ০.০১ mb বা millibar (or hpa)
মেসস্ফেয়ার লেয়ার তাপমাত্রা কত?
উত্তর: -৯০ ডিগ্রি সেলসিয়াস
থার্মোসফেয়ার বা আয়নোস্ফিয়ার সম্পর্কে সাধারণ জ্ঞান
থার্মোসফেয়ার হলো পৃথিবীর বায়ুমন্ডলের চতুর্থ ধাপ। এই স্তর খুবই উত্তপ্ত থাকে। আপনি কি জানেন পৃথিবীর কোন স্তরে এসে উল্কাপিণ্ড ধ্বংস হয়ে যায়? এই থার্মোস্ফেয়ার লেয়ারে এসে। আপনি কি জানেন বেতার তরঙ্গ বায়ুমন্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়? এই থার্মোস্ফেয়ার হতে। এই থার্মোস্ফেয়ার স্তরের মূল উপাদান হলো হিলিয়াম ও হাইড্রোজেন। এরা সূর্যের রশ্মির প্রভাবে আয়নিত অবস্থায় থাকে বলে এই স্তরকে আয়োনস্ফেয়ার বলা হয়। এই থার্মোস্ফেয়ার স্তর বা আয়নোস্ফিয়ার মন্ডলে মেরুজ্যাতি অর্থাৎ মেরুপ্রভার সৃষ্টি হয়।
পৃথিবী থেকে থার্মোসফেয়ার লেয়ার কত দূরে অবস্থিত?
উত্তর: মেসস্ফেয়ার হতে ৫০০ কি.মি পর্যন্ত বিস্তৃত
থার্মোসফেয়ার লেয়ার এ বাতাসের চাপ কত?
উত্তর: ০.১ হেক্টোপ্যাসকেল।
থার্মোসফেয়ার লেয়ার এ তাপমাত্রা কত?
উত্তর: ২০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
এক্সোস্ফেয়ার বা বহিঃমন্ডল সম্পর্কে সাধারণ জ্ঞান
এক্সোজফেয়ার বা বহিঃমন্ডল কতদূরে অবস্থিত?
উত্তর: থার্মোস্ফেয়ার হতে ১৬০০ কি.মি পর্যন্ত
এক্সেস্ফেয়ার লেয়ার এ অক্সিজেন, হাইড্রোজেন আর হিলিয়াম থাকে।তাপমাত্রাও থাকে বেশি।আর বাতাসের চাপ খুবই কম।
ম্যাগনোটোস্ফেয়ার কত দূরে অবস্থিত?
উত্তর: এক্সেস্ফেয়ার হতে ১০০০০ কি.মি দূরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন