Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

  বাংলাদেশ  পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা  পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২


 পল্লী উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন সমাধান pdf


১. অনীক শব্দের অর্থ কী? 

উত্তর: সৈনিক 


২. ক্ষীয়মান শব্দের বিপরীত অর্থ কী? 

উত্তর: বর্ধমান 


৩.  co-opted এর অর্থ কী? 

উত্তর: সহযোজিত

৪. কারাগারে রোজনামচা--

উত্তর: দিনলিপি 


৫.  বাক্যসংকোচন করো: মৃত্তিকা দিয়ে তৈরি

উত্তর: মৃন্ময় 

৬. Hand out এর বাংলা অর্থ কী? 

উত্তর: জ্ঞাপন পত্র


৭. বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটা?

উত্তর: গন্ধবহ

৮. বাংলা পিডিয়া প্রকাশর উদ্যোক্তা কে?

উত্তর: এশিয়াটিক সোসাইটি 

৯. আ মরি বাংলাভাষা এখানে আ দিয়ে কি প্রকাশ পেয়েছে? 

উত্তর: আনন্দ 

১০. নষ্ট হওয়া স্বভাব যার

উত্তর: নশ্বর

১১. বাংলাদেশের সাথে সম্পৃক্ত রবীন্দ্র রচনা

উত্তর: ছিন্নপত্র 

১২. নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না?

উত্তর: ঢাকী

১৩. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারী  মুক্তিযোদ্ধা হলেন

উত্তর: তারামন বিবি


১৪. ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তিরেখ অতিক্রম করেছে?

উত্তর: ফরিদপুর 

১৫. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টি?

উত্তর: ৫ টি।

১৬. গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম?

উত্তর: দিনাজপুর 

১৭. ঘূর্ণিঝড় ও দূর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটা?

উত্তর: স্পার্সো

১৮. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়?

উত্তর: পঞ্চগড়ে।

১৯. বাংলাদেশের সর্ববৃহৎ সারকারখানা কোথায়?

উত্তর: ফেঞ্চুগঞ্জ 

২০. বাংলাদেশের কোথায় আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়?

উত্তর: টুঙ্গিপাড়া 

২১.  বাংলাদেশের  পাহাড়শ্রেণীর ভূত্বকরুপ কোন যুগের?

উত্তর: টারশিয়ারি যুগের

২২. বাংলাদেশের বড় মধ্যযুগীয় মসজিদ কোনটা?

উত্তর: ষাট গম্বুজ মসজিদ 

২৩. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস  এ প্রথম অংশগ্রহণ করে?

উত্তর: লসএঞ্জেলস

২৪. ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কয়টি?

উত্তর: ১০ টি।

২৫. প্রচীনতম লিপী ব্রাহ্মীলিপী কোন স্থান থেকে উদ্ধার করা হয়? 

উত্তর: মহাস্থানগড় থেকে।

২৬. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতোটি তারকা চিহ্ন রয়েছে?

উত্তর: ৪ টি

২৭. তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত?

উত্তর: লালমনিরহাটে

২৮. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম এর ডিজাইনার কে?

উত্তরঃ এএনএ সাহা

২৯. ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে?

উত্তর: মুঘল আমলে

৩০. জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদে অস্থায়ীভাবে কত বছরের জন্য সদস্য হয়?

উত্তর: ২ বছর

৩১. কার্ল মার্ক্স নিম্নের কোন বইটি লিখেছেন? 

উত্তর: Das Capital 

৩২. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?

উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।


 গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?

উত্তর: অস্ট্রেলিয়া


Adam's Peak এর তীর্থস্থান কোথায়? 

উত্তর: শ্রীলঙ্কা

তাসখন্দ চূক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরতি হয়?

উত্তর: ভারত ও পাকিস্তান 

ইফ্রেটিস নদীর অপর নাম কী?

উত্তর: ফোরাত

বৃহত্তর ঢাকা বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর: বঙ্গ


বঙ্গভঙ্গ রোধ হয় কতসালে?

উত্তর: ১৯১১ সালে।


WTO এর সদর দপ্তর কোথায়? 

উত্তর: জেনেভা

NATO কোন সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৪৯ সালে


সোয়াচ অব নো গ্রাউন্ড  কী?

উত্তর: বঙ্গোপসাগরের একটি খাদের নাম।


আধুনিক অলিম্পিক এর প্রবর্তক কে?

উত্তর: ব্যারন পিয়ারে দ্যা কুবার্তা

  Sustainable Development Goals কয়টি?

উত্তর: ১৭ টি


বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?

উত্তর: সুন্দরবনের দক্ষিণে

সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?

উত্তর: খান আব্দুল গাফফার খান


বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কোন ধরনের স্যাটেলাইট হবে?

উত্তর: আর্থ অবজারভেশন


কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা থাকে?

উত্তর: পাললিক শিলায়

কোনটি নবায়নযোগ্য সম্পদ? 

উত্তরঃ বায়ু

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল

উত্তর: মিথেন 

হৃদযন্ত্রের  সংকোচন হওয়াকে কী বলে?

উত্তর: সিস্টোল


কোন পানিতে অক্সিজেন বেশি থাকে?

উত্তরঃ নদীর পানিতে

 ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত? 

উত্তর: স্ট্র্যাটোস্ফেয়ার


বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তর হয় কোনটা দিয়ে

উত্তর: লাউডস্পিকার 


বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: হাইগ্রমিটার

কোনটির জন্য পুষ্প রঙিন হয়?

উত্তর: ক্রোমোপ্লাস্ট

কোথায় সাঁতার কাটা সহজ?

উত্তর: সাগরে



৩৩.  Will you mind... the accounts one more

time?

Ans: checking

As this is his first job, he will have to 'put up

with the inconvenience. What is meaning of

underlined word:

Ans: endure


What is all this noise? the underlined word

is a/an-


Ans: adjective

.....Nelson is a British warship. Put on article

in the gap.


Ans: The



The students... a protest march against the

college authorities.

Ans: Carried on


What is the meaning of the word 'Emancipate


Ans: Liberate


Find out the correct spelling-

Ans: Secretariat


Put the correct preposition in the black.

 I am quite.... home in Algebra.

Ans: at


কোন বানানটি শুদ্ধ-

Ans: Embarrassment

The bird sings sweetly. এখানে sweetly শব্দটি

Ans:  An adverb


What is the antonym of the word 'Indigenous'


Ans: Foreign


What is all this noise? the underlined word

is a/an-

Ans: adjective


The day is declining. What is the Bengali

of this sentence.

Ans: বেলা পড়ে আসছে



Which of the following sentence is correct.

Ans: No news is good news


.

The word 'bounty' is closed to the meaning

of-

Ans: generosity



Which one of the verb?

Ans::Reopen


 Choose due indirect speech the sentence- He said to me, 'Thank you'

Ans: He thanked me


To have an axe to grind' means-

Ans: A selfish means to serve


পল্লী উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন সমাধান


No comments: