বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
পল্লী উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন সমাধান pdf
১. অনীক শব্দের অর্থ কী?
উত্তর: সৈনিক
২. ক্ষীয়মান শব্দের বিপরীত অর্থ কী?
উত্তর: বর্ধমান
৩. co-opted এর অর্থ কী?
উত্তর: সহযোজিত
৪. কারাগারে রোজনামচা--
উত্তর: দিনলিপি
৫. বাক্যসংকোচন করো: মৃত্তিকা দিয়ে তৈরি
উত্তর: মৃন্ময়
৬. Hand out এর বাংলা অর্থ কী?
উত্তর: জ্ঞাপন পত্র
৭. বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটা?
উত্তর: গন্ধবহ
৮. বাংলা পিডিয়া প্রকাশর উদ্যোক্তা কে?
উত্তর: এশিয়াটিক সোসাইটি
৯. আ মরি বাংলাভাষা এখানে আ দিয়ে কি প্রকাশ পেয়েছে?
উত্তর: আনন্দ
১০. নষ্ট হওয়া স্বভাব যার
উত্তর: নশ্বর
১১. বাংলাদেশের সাথে সম্পৃক্ত রবীন্দ্র রচনা
উত্তর: ছিন্নপত্র
১২. নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না?
উত্তর: ঢাকী
১৩. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধা হলেন
উত্তর: তারামন বিবি
১৪. ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তিরেখ অতিক্রম করেছে?
উত্তর: ফরিদপুর
১৫. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টি?
উত্তর: ৫ টি।
১৬. গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম?
উত্তর: দিনাজপুর
১৭. ঘূর্ণিঝড় ও দূর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটা?
উত্তর: স্পার্সো
১৮. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়?
উত্তর: পঞ্চগড়ে।
১৯. বাংলাদেশের সর্ববৃহৎ সারকারখানা কোথায়?
উত্তর: ফেঞ্চুগঞ্জ
২০. বাংলাদেশের কোথায় আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়?
উত্তর: টুঙ্গিপাড়া
২১. বাংলাদেশের পাহাড়শ্রেণীর ভূত্বকরুপ কোন যুগের?
উত্তর: টারশিয়ারি যুগের
২২. বাংলাদেশের বড় মধ্যযুগীয় মসজিদ কোনটা?
উত্তর: ষাট গম্বুজ মসজিদ
২৩. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস এ প্রথম অংশগ্রহণ করে?
উত্তর: লসএঞ্জেলস
২৪. ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কয়টি?
উত্তর: ১০ টি।
২৫. প্রচীনতম লিপী ব্রাহ্মীলিপী কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
উত্তর: মহাস্থানগড় থেকে।
২৬. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতোটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তর: ৪ টি
২৭. তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত?
উত্তর: লালমনিরহাটে
২৮. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম এর ডিজাইনার কে?
উত্তরঃ এএনএ সাহা
২৯. ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে?
উত্তর: মুঘল আমলে
৩০. জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদে অস্থায়ীভাবে কত বছরের জন্য সদস্য হয়?
উত্তর: ২ বছর
৩১. কার্ল মার্ক্স নিম্নের কোন বইটি লিখেছেন?
উত্তর: Das Capital
৩২. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
উত্তর: অস্ট্রেলিয়া
Adam's Peak এর তীর্থস্থান কোথায়?
উত্তর: শ্রীলঙ্কা
তাসখন্দ চূক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরতি হয়?
উত্তর: ভারত ও পাকিস্তান
ইফ্রেটিস নদীর অপর নাম কী?
উত্তর: ফোরাত
বৃহত্তর ঢাকা বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: বঙ্গ
বঙ্গভঙ্গ রোধ হয় কতসালে?
উত্তর: ১৯১১ সালে।
WTO এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
NATO কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে
সোয়াচ অব নো গ্রাউন্ড কী?
উত্তর: বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
আধুনিক অলিম্পিক এর প্রবর্তক কে?
উত্তর: ব্যারন পিয়ারে দ্যা কুবার্তা
Sustainable Development Goals কয়টি?
উত্তর: ১৭ টি
বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর: সুন্দরবনের দক্ষিণে
সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?
উত্তর: খান আব্দুল গাফফার খান
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কোন ধরনের স্যাটেলাইট হবে?
উত্তর: আর্থ অবজারভেশন
কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা থাকে?
উত্তর: পাললিক শিলায়
কোনটি নবায়নযোগ্য সম্পদ?
উত্তরঃ বায়ু
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল
উত্তর: মিথেন
হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে কী বলে?
উত্তর: সিস্টোল
কোন পানিতে অক্সিজেন বেশি থাকে?
উত্তরঃ নদীর পানিতে
ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তর: স্ট্র্যাটোস্ফেয়ার
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তর হয় কোনটা দিয়ে
উত্তর: লাউডস্পিকার
বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: হাইগ্রমিটার
কোনটির জন্য পুষ্প রঙিন হয়?
উত্তর: ক্রোমোপ্লাস্ট
কোথায় সাঁতার কাটা সহজ?
উত্তর: সাগরে
৩৩. Will you mind... the accounts one more
time?
Ans: checking
As this is his first job, he will have to 'put up
with the inconvenience. What is meaning of
underlined word:
Ans: endure
What is all this noise? the underlined word
is a/an-
Ans: adjective
.....Nelson is a British warship. Put on article
in the gap.
Ans: The
The students... a protest march against the
college authorities.
Ans: Carried on
What is the meaning of the word 'Emancipate
Ans: Liberate
Find out the correct spelling-
Ans: Secretariat
Put the correct preposition in the black.
I am quite.... home in Algebra.
Ans: at
কোন বানানটি শুদ্ধ-
Ans: Embarrassment
The bird sings sweetly. এখানে sweetly শব্দটি
Ans: An adverb
What is the antonym of the word 'Indigenous'
Ans: Foreign
What is all this noise? the underlined word
is a/an-
Ans: adjective
The day is declining. What is the Bengali
of this sentence.
Ans: বেলা পড়ে আসছে
Which of the following sentence is correct.
Ans: No news is good news
.
The word 'bounty' is closed to the meaning
of-
Ans: generosity
Which one of the verb?
Ans::Reopen
Choose due indirect speech the sentence- He said to me, 'Thank you'
Ans: He thanked me
To have an axe to grind' means-
Ans: A selfish means to serve
No comments:
Post a Comment