Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

আকাশ দূর্ঘটনা সম্পর্কে সাধারণ জ্ঞান

 ইতিহাসের প্রথম ও শেষ আকাশযান দূর্ঘটনা 


পৃথিবীর ইতিহাসে প্রথম বিমান দূর্ঘটনা কত সালে হয়?

উত্তর: ১৭ সেপ্টেম্বর ১৯০৮ সালে।


সর্বশেষ বিমান দূর্ঘটনা কত সালে সংগঠিত  হয়? 

উত্তর: ৭ আগস্ট ২০২০ সালে Air India Express প্রায় ১৯০ জন লোকে নিয়ে ক্র্যাশড করেছিল। তবে ছোট খাট দূর্ঘটনার দিক থেকে সর্বশেষ দূর্ঘটনা হলো ১৭ অক্টোবর ২০২২ সালে।


পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিমান দূর্ঘটনা কোনটি? 

উত্তর: ২৭ মার্চ ১৯৭৭ সালে লস রোডিয়স এয়ারপোর্টের ঘটনাটি ইতিহাসের সবচেয়ে বড় বিমান দূর্ঘটনা। এই দূর্ঘটনায় ৫৮৩ জন মারা যায়। 


এযাবৎকালে কতোটি বিমান দূর্ঘটনা ঘটেছে? 

উত্তর: মোট ১১১৬৪ টি।

এযাবৎ কতজন বিমান দূর্ঘটনায় মারা গেছে?

উত্তর: ৮৩৭৭২ জন প্রায়। 



প্রথম রকেট দূর্ঘটনা ঘটে কত সালে?

উত্তর: প্রথম মহাকাশ যান দূর্ঘটনাটি ঘটে ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি। উড্ডয়নের মাত্র ৭৩ সে. পর  স্পেস শাটল চ্যালেঞ্জার যানটি ধ্বংস হয়ে যায়।এতে থাকা সকল মহাকাশচারী (৭ জন)  মারা যায়।

সর্বশেষ রকেট দূর্ঘটনা ঘটে কত সালে? 

উত্তর: ১ ফেব্রুয়ারী ২০০৩ সালে।


ইতিহাসের সবচেয়ে বড় হেলিকপ্টার দূর্ঘটনা ঘটে কত সালে? 

উত্তর:  ১৯ আগস্ট ২০০২ সালে  রাশিয়ান একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ১২৭ জন রাশিয়ান সৈনক মারা যায়।


দূর্ঘটনা প্রথমমও শেষ



No comments: