Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৩/১০/২০২২

বিপিএসসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২২

 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
পদ : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষা : ২৯ জুলাই ২০২২

বাংলা-২৫


 ক. সন্ধি বিচ্ছেদ করুন : গবেষণা— গো + এষণা

 

নিরীক্ষণ— নিঃ + ঈক্ষণ 


উত্থাপন— উৎ + স্থাপন 


 এককথায় প্রকাশ করুন :

 যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া


গোপন করিবার ইচ্ছা— জুগুপ্সা

 ঋষির দ্বারা উক্ত— আর্য।



 ক. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন : 


উপকূল (কূলের সমীপে)— অব্যয়ীভাব সমাস 


 মনমাঝি (মন রূপমাঝি)— রূপক কর্মধারয় সমাস 


গাছ পাকা (গাছেপাকা)— সপ্তমী তৎপুরুষ সমাস।



কারক ও বিভক্তি নির্ণয় করুন 


শিক্ষককে জানাও কর্মকারকে ২য়া বিভক্তি 


 সব ঝিনুকে মুক্তা মিলে না— অপাদান কারকে ৭মী বিভক্তি 


তিলে তৈল আছে—অধিকরণ কারকে ৭মী বিভক্তি।



অর্থসহ বাক্য রচনা করুন :

ক. চোখের পর্দা (লজ্জা) 


খ. ডুবমারা (অদৃশ্য হওয়া)


গ. পুঁটি মাছের প্রাণ (ক্ষুদ্র প্রাণ ব্যক্তি)



শুদ্ধ করে লিখুন 


ক. হস্তীটি অত্যন্ত স্থুল। — হস্তীটি অত্যন্ত স্থুল।


গ. তার ব্যবহারে মাধুর্যতা নেই- তার ব্যবহারে মাধুর্য নেই।

ঘ. অক্ষির জলে বুক ভেসে গেল। চোখের জলে বুক

ভেসে গেল।

ঙ. মাঝে মাঝে দুই পসলা বৃষ্টি হয়। মাঝে মাঝে

এক পশলা বৃষ্টি হয় ।




৫. 'বাংলাদেশ সরকারী কর্ম কমিশন’ সম্পর্কে ৫টি বাক্যের একটি অনুচ্ছেদ লিখুন।


বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে

নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর সচিবালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। চেয়ারম্যানসহ ন্যূনতম ৬ জন এবং সর্বোচ্চ ১৫ জন ব্যক্তি নিয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন গঠনের বিধান রয়েছে। মাননীয় রাষ্ট্রপতি এ সংস্থার চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে নিয়োগ দেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।



ইংরেজি-২৫

Use the right form of verb:

(i) Hএ----home last night. (leave)

Ans: left


(ii) I fancy I---Pale (turn)

Ans: turned


(m) I would help him, if he----(want)

Ans: wanted


(iv) I always remember your --- by me.

(stand)

Ans: stand


(v) I--- the work before he came back.

(finish)

Ans:had finished


Change the sentences as directed:


(1) We must yield to our fate. (Make it

negative)

Ans: We can not but yield our fate.


(i) The people who are greedy are

responsible for price spiral. (Make it

simple)


Ans: The greedy people are responsible for price spiral.


(in) He was reading a book. (Change the form of voice)


Ans: A book was being read by him.


(iv) He said to me, "May you be happy

(Change the form of narration)

Ans:He wished that I might be happy.


(v) The flower is very beautiful. (Make it

exclamatory sentence)

Ans: What a beautiful flower it is!


Translate into English:

 গত তিনদিন যাবৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে— It has been drizzling for three days.


বাতিটি নিভিয়ে দাও- Switch off the light


 আমার যাওয়ার কথা ছিল- I was supposed to go


ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে আস

The boy came to me crying


তিনি সৎ লোক ছিলেন, তাই না?— He was an

honest man, wasn't he?



a. Make sentences with the following phrase


At any rate-You should be successful

at any rate

Make after-He made after the boy.


At the eleventh hour-He submitted his paper at the eleventh hour.


 At all-Rajib doesn't like her at all.


Look over-Let me look over my diary


3. Write a paragraph comprising five sentences on Importance of technical education in Bangladesh.




গণিত-২০ (৫×৪)


১. ৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ৪৮ কি.মি.।  রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

উত্তর : ৬ সেকেন্ড।


১. কনা শাড়ির দোকানে গিয়ে ১২০০ টাকার একটি সিল্কের  শাড়ি ও ১৮০০ টাকার একটি থ্রি পিস ক্রয় করলো। ভ্যাটের হার ৪ টাকা হলে, সে দোকানিকে কত টাকা দিবে?

উত্তর : ৩১২০ টাকা।


সাধারণ জ্ঞান-২০

ক. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ক্যাপ্টেন এম. মনসুর আলী।

খ. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে চালু করেন?

উত্তর : লর্ড কর্ণওয়ালিস।


গ. ‘আমার দেখা নয়া চীন' গ্রন্থের লেখক কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


ঘ. কোন দেশের প্রতিষ্ঠান 'বঙ্গবন্ধু-১' স্যাটেলাইট

তৈরি করেছে?

উত্তর : ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তৈরি করেছে।


ঙ. Line of Control' কোন দুটি দেশের সীমানা চিহ্নিত করেছে?

উত্তর : ভারত পাকিস্তানের চিহ্নিত সীমানা রেখাকে Line of Control' বলা হয়।


চ. কী বোর্ডের ফাংশনাল কী কয়টি?

উত্তর : ১২টি।


ছ. জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি?

উত্তর : United Nations Environment Programme (UNEP) জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন।


জ. CIRDAP এর সদর দপ্তর কোথায়?

উত্তর : CIRDAP এর সদর দপ্তর ঢাকায় ।


ঝ. e-GP এর পূর্ণরূপ লিখুন।

উত্তর : e-GPএর পূর্ণরূপ Electronic Government Procurement. 


OCR এর পূর্ণরূপ লিখুন।

উত্তর : OCR এর পূর্ণরূপ Optical Character

Recognition Reader.