জাতিরাষ্ট্র ও উপজাতি বিষয়ক সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: ম্যাকিয়াভেলী।
The Social Contract গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রুশো।
আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল
কোনটি?
উত্তর : ১৬০০-১৮০০ সাল।
The Modern State' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : আর. এম. ম্যাকাইভার।
নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান কী
উত্তর : বাস্তববাদ।
জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে
কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট।
উত্তর : বাস্তববাদ।
প্রজাতি রাষ্ট্রের মূল ভিত্তি কী?
উত্তর : জাতীয়তাবাদ।
রাষ্ট্রের উপাদান ও কার্যাবলি
রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
উত্তর : চারটি।
রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান কোনটি?
উত্তর : জনসমষ্টি।
রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
উত্তর : সরকার
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
উত্তর : তৃতীয়।
রাষ্ট্রের মুখপাত্র কে?
উত্তর : সরকার।
কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?
উত্তর : ৩টি।
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
Persona-Non-Grata শব্দ
সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য
উত্তর : কূটনীতিবিদ।
উইঘুর হলো
উত্তর : চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম।
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী
প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?
উত্তর : উইঘুর
আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
উত্তর : পশতুন।
প্রশ্ন : বেদে যাযাবর জাতির আসল বা আদি নাম কী?
উত্তর : মনতং
‘বুশম্যান’ উপজাতি কোথায় বাস করে?
উত্তর : বতসোয়ানা।
রুয়ান্ডায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুইটি প্রধান উপজাতির একটি হলো টুটসি। অপরটির নাম কী?
উত্তর : হুটু
এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম
উত্তর : স্লেজ
রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : এরিস্টটল।
সেন্ট অগাস্টিন, সেন্ট একুইনাস, ফিলমা এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদের সমর্থক ছিলেন?
উত্তর : ঐশ্বরিক মতবাদ।
জাতি, উপজাতি ও নৃগোষ্ঠী
মানব প্রজাতিকে কয়টি নরগোষ্ঠীতে বিভক্ত করা হয়?
উত্তর : ৪টি
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
উত্তর : ভৌগোলিক।
আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর : ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি
অঞ্চলে।
আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উত্তর : ইরান।
প্রশ্ন : দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের
কী নামে অভিহিত করা হয়?
উত্তর : দ্রাবিড়।
বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
উত্তর : টোডা উপজাতি।
‘আফ্রিদি’ উপজাতি কোথায় বাস করে?
উত্তর : পাকিস্তান।
‘গোর্খা' কোন দেশের আদি অধিবাসী?
উত্তর : নেপাল।
যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কী?
উত্তর : রেড ইন্ডিয়ান।
নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?
উত্তর : মাউরি
দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কী?
উত্তর : জুলু।
0 Comments:
Post a Comment