বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
এক কথায় প্রকাশ করুন:
(ক) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা
(খ) যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
(গ) ফল পাকলে যে গাছ মারা যায় = ওষধি
(ঘ) অন্য ভাষায় রূপান্তরিত = অনূদিত
(ঙ) যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
সন্ধি বিচ্ছেদ করুন
(ক) তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত
(খ) তন্বী = তনু + ঈ
(গ) ষষ্ঠ = ষষ্ + থ
(ঘ) নব্য = নব + য
(ঙ) কথোপকথন = কথা + উপকথন
৩। ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন:
(ক) কদাচার = কু যে আচার (কর্মধারয় সমাস)
(খ) হজ্বযাত্রা = হজ্বের নিমিত্তে যাত্রা (চতুর্থী তৎপুরুষ সমাস)
(গ) সহোদর = সমান উদর যার (বহুব্রীহি সমাস)
(ঘ) শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)
(ঙ) মহানবী মহান যে নবী (কর্মধারয় সমাস)
৪। অর্থসহ বাক্য রচনা করুন:
(ক) অচল পয়সা (মূল্যহীন)
(খ) ইতর বিশেষ (সামান্য পার্থক্য)
(গ) গোঁফ খেজুরে (নিতান্ত অলস)
(ঘ) ইলশেগুঁড়ি (গুঁড়ি বৃষ্টি)
(ঙ) উনপাঁজুরে (হতভাLanguage
১২। সংক্ষিপ্ত উত্তর দিন।
(ক) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
উত্তর: রাষ্ট্রপতি
(খ) জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
(গ) ভি-২০ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত
(ঘ) SDG এর পূর্ণরূপ কী?
উত্তর: Sustainable Development Goals
দুটি ইনপুট ডিভাইসরে নাম লিখুন।
উত্তর: কি বোর্ড, মাউস
(চ) পরার্থপরতার অর্থনীতি বইটির লেখক কে?
উত্তর: আকবর আলি খান
(ছ) পরবর্তী বিশ্বকাপ ফুটবল
উত্তর: কাতার
সাধারণ জ্ঞান ও আইসিটি
(জ) মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
উত্তরঃ এ কে খন্দকার
(ঝ) ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জোট কয়টি আসন পায়?
উত্তর: ১৬৭টি
(ঞ) রিফ্রেশ এর শর্টকাট কী কোনটি?
উত্তর: F5
(ট) HTML এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: Hyper Text Markup Language
Fill in the blanks:
(a) He died------ Suicide
Ans: By
(b)True happiness consists--contentment.
Ans: In
(c) The girl has a great aptitude --music.
Ans: For
(d) The boy was run ---by a bus.
Ans: over
(e) she has cut --- her budget.
Ans: Down
Translate into English:
(a) পরের দোষ না খুজে, নিজের ভুল সংশোধন করুন। - Rectify your own mistake instead of finding faults with others.
(b) আমি স্কুলে যাবার পূর্বে পড়া শিখেছিলাম।
I had learnt lesson before I went to school.
(c) সে সাঁতার কাটতে জানে না।
He does not know how to swim.
(d) ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
-26th March is our Independence Day.
Rewrite the following sentences:
(a) While he (walk) in the campus, he met me.
Ans. was walking
(b) One of my boys (be) absent yesterday.
Ans. was
(c) He said that he (go) home the next day.
Ans. went
(d) He (come) home last night.
Ans. came
(e) Had I possessed vast property, I (found) a hospital for the poor.
Ans. would have found
(ঠ) বিগ ব্লু বলা হয় কাকে?
উত্তর: IBM (আইবিএম) বা International Business Machine
(ড) থ্রি ফিঙ্গার স্যালুট কোন কীগুলোকে বলা হয়?
উত্তর: Ctrl+Alt+Del
(ঢ) এমএস ওয়ার্ডে প্রিন্ট অপশন কোন মেনুতে থাকে?
উত্তর: File
(ণ) পেইজ মার্জিন কোন মেনুতে থাকে?
উত্তর: Page Layout tab এ
আরো পড়ুন
কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান
No comments:
Post a Comment