Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৪/১০/২০২২

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি মেকানিক্যাল প্রশ্ন



পাওয়ার প্লান্ট জব সলিউশন বুয়েট 

বাছাই পরীক্ষা-২০২০

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)


ক) এক কথায় প্রকাশ করুন: যা চিরস্থায়ী নয়।

উত্তর: নশ্বর

খ) বানান শুদ্ধ করুন: স্বায়ত্বশাসন

উত্তর: স্বায়ত্তশাসন

ক) 'পদ্ধতি' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-

উত্তর: পদ্+হতি


খ) 'হাত ভারি' বাগধারাটির অর্থ হলো--

উত্তর: অলস


ক) 'পেরেশান' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর: ফারসি।

খ) 'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ হলো--

উত্তর: বর্ধমান


ইংরেজি (মান: ২×৩=৬)

a) He has assured me---------safety.

Ans: 

b) Alina went to market with a view to----- a dress. 

Ans: purchasing 


৫. a) Bibha as well as her friends-------praise.

Ans: is deserving 


Zaman Gave me------ One taka note.

Ans: A




6. Correct the following sentences:

a) They arrived after I finished lunch.

Ans: They had arrived after  finished lunch.

b) It's colour is green.

Ans: This is Green.


৯. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

উত্তর: পটুয়াখালী 

১০. বিদ্যুৎ উৎপাদনে পারমানবিক চুল্লির জ্বালানি কী?

উত্তর: ইউরেনিয়াম 



পাওয়ার সেক্টর

৭. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয়েছে এবং এর উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: কর্ণফুলী নদীর।দুটি ইউনিটে মোট ১৩২০ মেগাওয়াট। 

৮. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত নির্ধারণ করা হয়েছে এবং এটি স্থাপনে কোন দেশ সহযোগিতা করছে?

উত্তর:  দুটি ইউনিটে ১৩২০ মেগাওয়াট। এটি স্থাপনে রাশিয়া সহায়তা করছে।


 সাধারণ জ্ঞান (১২)

১১. বাংলাদেশের সংবিধান কোন সালের কত তারিখে কার্যকর হয়?

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১

১২. ভাসানচর কোন জেলার কোন উপজেলায় অবস্থিত?

উত্তর: নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। 

১৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোন সালের কত তারিখে?

উত্তর: ১০ এপ্রিল ১৯৭১

১৪. বাংলাদেশের প্রথম জাদুঘর এর নাম কী?

উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর 

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কোন সালের কত তারিখে?

উত্তর:  ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ 


১৬. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য ও স্প্যান সংখ্যা কত?

উত্তর: ৬.১৫ কি.মি।স্প্যান ৪১ টি।

১৭. 'একাত্তরের ডায়েরী’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: সুফিয়া কামাল 

১৮. মেসোপটোমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

উত্তর: ইউফ্রেটিস ও তাইগ্রিস নদীর তীরে। 

১৯. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?

উত্তর: তেঁতুলিয়া

২০. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

উত্তর: বরিশাল 



যান্ত্রিক (মান: ৪×১৫=৬০)

21.250mm দীর্ঘ একটি জবের বড় ব্যাস 50mm ও ছোট ব্যাস 20mm হলে জবটি টেপার করতে কম্পাউন্ড

রেস্টকে কত ডিগ্রী কোণে স্থাপন করতে হবে?

২২. একটি যৌগিক গিয়ার ট্রেনের চালক দাঁত সংখ্যা যথাক্রমে 120, 80 এবং 60 চালিত দাঁত সংখ্যা যথাক্রমে

60,40,30 এবং শেষ গিয়ারের বেগ 50 rpm হলে প্রথম গিয়ারের বেগ কত?

২৩. বোল্টে মোট টানা বল 2000kg ও শীয়ার বল 1000kg এবং বোল্ট ধাতুর অনুমোদিত টানা পীড়ন 900

kg/cm হলে বোল্টের কোর ব্যাস নির্ণয় করুন।


২৪. 60 kg ওজনের একটি বাক্সকে আনুভূমিকের সাথে 30° কোণে কত কেজি বল প্রয়োগ করলে বাক্সটি চলার

উপক্রম হবে। ঘর্ষণ সহগ 0.25।


২৫. প্রমান করুন 2πNT/4500 ((যা প্রচলিত অর্থ বহন করে)

২৬. বলের সাম্যাবস্থার শর্তগুলি লিখুন।

২৭. এনট্রপি ও এনথালপির মধ্যে চারটি পার্থক্য লিখুন।

২৮. পরম চাপ, গেজ চাপ ও শূন্য চাপ একটি রেখা চিত্রের সাহায্যে বর্ণনা করুন।

২৯. সেন্ট্রিফিউগাল পাম্প এবং রেসিপ্রোকেটিং পাম্পের মধ্যে চারটি পার্থক্য লিখুন।


৩০. ইলেকট্রোড স্পেসিফিকেশন এর “E-6012" ব্যাখ্যা লিখুন।

৩১. স্প্রিং রেট ও স্প্রিং ইনডেক্স বলতে কী বোঝায়?

৩২. পাওয়ার ক্রুতে সেলফ লকিং ও ওভার হলিং বলতে কী বোঝায়?

৩৩. কাস্টিং এর চারটি ত্রুটির নাম লিখুন।

৩৪. ব্রেক ইভেন্ট পয়েন্ট কী? চিত্রসহ বর্ণনা করুন।

৩৫. পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের মধ্যে চারটি পার্থক্য লিখুন