Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

পারমাণবিক বিদ্যুৎ বিগত সালের প্রশ্ন

NPPCBL Mechanical jobs question 

Nuclear Power Plant Company of Bangladesh Limited

Mechanical SAE Question, Trainee jr executive Mechanical 

Venue: BUET

Date: 30/11/2018

Mark:100

Department Written: 50


রুপপুর পারমাণবিক বিদ্যুৎ বিগত সালের প্রশ্ন 

১/ একটি কারনট ইঞ্জিনের তাপীয় দক্ষতা 45%। তাপ গ্রহণের পরিমান 300 ডিগ্রি সেলসিয়াস হলে তাপ বর্জনের পরিমান কত?

২/ একটি কক্ষের আয়তন 10ml যার বাইরের ও ভেতরের তাপমাত্রা যথাক্রমে 20ও 32 ডিগ্রি সেলসিয়াস। গ্লাসের পুরুত্ব 4mm ও থার্মাল কন্ডাকটিভিটি 0.84m/wk হলে মোট তাপের পরিমান কত হবে?

৩/ গ্যাস টারবাইনের ওপেন সিস্টেমের প্রবাহ চিত্র ও বিভিন্ন অংশ দেখান।

৪/ লব্দি বল বের করার একটা ম্যাথ ছিল।

৫/ একটি ফাঁপা শ্যাফটের বাইরের ও ভেতরের ব্যাস যথাক্রমে 30mm ও 20mm এবং যার দৈর্ঘ্য Iml এতে টানা বল 10KN কাজ করলে 0.5mm দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলে স্থিতিস্থাপক গুনাংক কত হবে?

৬/ ক্যান্টিলিভার বীমের SFD ও B.M.D একটি অংক ছিল।

৭/ একটি গীয়ারের RPM 900 যার দাত সংখ্যা 251 এর সাথে সংযুক্ত গিয়ারের দাতসমূহ যথাক্রমে 40.35.75 হলে শেষ গীয়ারের RPM কত হবে?

৮/ একটি পার্শ্ব প্রতি সেকেন্ডে 3*10^-3m^3 পানি 15m উচ্চতায় উঠাতে পারে। পাম্পের দক্ষতা 85% হলে চালক যন্ত্রের ক্ষমতা কত?

৯/ পূর্ণরূপ লিখুন,

TIG, MIG,GTAW.GMAW.E-6012

১০/ ড্রয়িং এর ফ্রন্ট ও টপ ভিউ অংকনের অংক ছিল।


বিগত সালের সকল সরকারি চাকরির পরীক্ষায় আসা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পেতে ক্লিক করুন

বিগত সালের বুয়েট প্যাটার্ণ প্রশ্ন 


power plant question mechanical


No comments: