NPPCBL Mechanical jobs question
Nuclear Power Plant Company of Bangladesh Limited
Mechanical SAE Question, Trainee jr executive Mechanical
Venue: BUET
Date: 30/11/2018
Mark:100
Department Written: 50
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ বিগত সালের প্রশ্ন
১/ একটি কারনট ইঞ্জিনের তাপীয় দক্ষতা 45%। তাপ গ্রহণের পরিমান 300 ডিগ্রি সেলসিয়াস হলে তাপ বর্জনের পরিমান কত?
২/ একটি কক্ষের আয়তন 10ml যার বাইরের ও ভেতরের তাপমাত্রা যথাক্রমে 20ও 32 ডিগ্রি সেলসিয়াস। গ্লাসের পুরুত্ব 4mm ও থার্মাল কন্ডাকটিভিটি 0.84m/wk হলে মোট তাপের পরিমান কত হবে?
৩/ গ্যাস টারবাইনের ওপেন সিস্টেমের প্রবাহ চিত্র ও বিভিন্ন অংশ দেখান।
৪/ লব্দি বল বের করার একটা ম্যাথ ছিল।
৫/ একটি ফাঁপা শ্যাফটের বাইরের ও ভেতরের ব্যাস যথাক্রমে 30mm ও 20mm এবং যার দৈর্ঘ্য Iml এতে টানা বল 10KN কাজ করলে 0.5mm দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলে স্থিতিস্থাপক গুনাংক কত হবে?
৬/ ক্যান্টিলিভার বীমের SFD ও B.M.D একটি অংক ছিল।
৭/ একটি গীয়ারের RPM 900 যার দাত সংখ্যা 251 এর সাথে সংযুক্ত গিয়ারের দাতসমূহ যথাক্রমে 40.35.75 হলে শেষ গীয়ারের RPM কত হবে?
৮/ একটি পার্শ্ব প্রতি সেকেন্ডে 3*10^-3m^3 পানি 15m উচ্চতায় উঠাতে পারে। পাম্পের দক্ষতা 85% হলে চালক যন্ত্রের ক্ষমতা কত?
৯/ পূর্ণরূপ লিখুন,
TIG, MIG,GTAW.GMAW.E-6012
১০/ ড্রয়িং এর ফ্রন্ট ও টপ ভিউ অংকনের অংক ছিল।
বিগত সালের সকল সরকারি চাকরির পরীক্ষায় আসা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পেতে ক্লিক করুন
বিগত সালের বুয়েট প্যাটার্ণ প্রশ্ন
No comments:
Post a Comment