তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ictd) এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
দৈনন্দিন জীবনে কম্পিউটার এর ব্যবহার বিষয়ে ৮টি বাক্য লিখুন।
ক) আকাশে চরে যা
উত্তর: খেচর
খ) যে নারী প্রিয় কথা বলে
উত্তর: প্রিয়ংবদা
৩। সন্ধি বিচ্ছেদ কর
মনস্তাপ = মনোঃ + তাপ
উচ্ছ্বাস = = উৎ+শ্বাস
৪। শুদ্ধ করে লিখা
ক) সারিরিক = শারীরিক
খ)মৎসজিবি = মৎস্যজীবী
৫। ইংরেজীতে অনুবাদ করা
(ক) ফুলটি লাল
উত্তর: The flower is Red.
(খ) আমি গাছে উঠতে পারি না।
I do not konw how to climbe a tree.
গ) তিনদিন যাবৎ বৃষ্টি হচ্ছে।
It has been raining for three days.
ঘ) বাংলাদেশ একটি স্বাধীন দেশ।
Bangladesh is a independent country.
৬) আমার একটি কুকুর ছিল।
উত্তর: I had a Dog
Write a paragraph on Mobile Phone'
৯। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? এটি কত সালে অনুমোদিত হয়?
১০। শেষের কবিতা কার লেখা? এটি কোন জাতীয় লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।উপন্যাস।
৭। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
৮। রহিম সাহেবের বার্ষিক আয় ৫৭৬০ টাকা। তিনি ৩ মাসে যা খরচ করেন, ২ মাসে তা আয় করেন। বছর শেষে তিনি কত টাকা সঞ্চয় করেন?
১১। CPU এর পূর্ণরূপ কি? এর ভিতরের যেকোন দুইটি হার্ডওয়ারের নাম লিখ।
উত্তর: central processing unit.
CU and ALU
১২। হার্ডওয়ার ও সফট ওয়ার কাকে বলে? উদাহরন দাও।
কম্পিউটার এর ভৌত বা দৃশ্যমান অংশগুলোকে হার্ডওয়্যার বলে।যেমন মাউস,মনিটর,সিপিইউ,সিইউ।
সফটওয়্যার হলো এক ধরনের কোডিং প্রোগ্রাম যা কম্পিউটারকে কী করতে হবে তা নির্দেশ দেয়। যেমন windows,Linux
১৩। মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল? আমাদের এই যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: মুক্তিযুদ্ধে ১১ টি সেক্টর ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
No comments:
Post a Comment