বৃহৎ করদাতা ইউনিট মূল্যসংযোজন কর উচ্চমান সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২২


এক কথায় প্রকাশ করুন

 ক) বাস্ত হতে উৎখাত হয়েছেন যিনি

উত্তর: উদ্বাস্তু 

খ) তল স্পর্শ করা যায় না যার

উত্তর: অতলস্পর্শী


 গ) যিনি প্রথমে পথ দেখান

উত্তর: পথপ্রদর্শক

 খ) অন্তরের ভাব জানেন যিনি

উত্তর: অন্তর্যামী

গ.আত্মগোপনের উদ্দেশ্যে পরিধেয়।

উত্তর: ছদ্মবেশ 


৬. অর্থসহ বাক্য রচনা করুন: 

কেঁচো খুঁড়তে সাপ এর অর্থ  সামান্য থেকে বড় বিপদ

তামার বিষ এর অর্থ " অর্থের কুপ্রভাব"

 পটের বিবি এর অর্থ " সুসজ্জিত 

 কচু বনে কালাচাঁদ এর অর্থ  এর অর্থ " অপদার্থ "

আস্তাকুঁড়ের পাতা  এর অর্থ "হেয় ব্যাক্তি"


৭. "ঐক্য" শব্দটির পাঁচটি সমার্থক শব্দ লিখুন।

উত্তর: একতা, সংহতি, অভেদ, মিল, অভিন্ন

৮. শুদ্ধ করে লিখুন:

 ক) তিনি উদ্ধতপূর্ণ আচরণ করলেন।

উত্তর: তিনি উদ্যত আচরণ করলেন। 

খ) অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য

অন্যায়ের প্রতিফল অনিবার্য 

 খ) কপাল ভিজিয়া গেল নয়নের জলে

চোখ ভিজে গেল নয়নের জলে।


গ) তিনি আরোগ্য হইয়াছেন

তিনি আরোগ্য লাভ করেছেন


 পৃথিবীতে বাংলা ভাষা-ভাষীর সংখ্যা প্রায় ৩০ কোটি।

পৃথিবীতে বাংলাভাষীর সংখ্যা প্রায় ৩০ কোটি।


৯. শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বৎসরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫০% হার সুদে কত টাকার ১৯ বৎসরে তত সুদ হবে?

১০. বায়ু পানির তুলনায় ০.০১২৯ জন ভারী। কোনো ঘরের দৈর্ঘ্য, গ্রন্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার হলে ঐ ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে?


১১. একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ব্যাসার্ধ ৪.৫ সেমি এবং উচ্চতা ৬ সেমি। সিলিন্ডারটির বজ্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন।


১২. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: আফ্রিকা মহাদেশে

১৩. NATO এর পূর্ণরূপ লিখুন?

উত্তর: North Atlantic Treaty Organisation


১৪. বাংলাদেশের সর্বোচ্চ আইনকে কী বলা হয়?

উত্তর: সংবিধান


১৫. সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়কের নাম কী?

উত্তর: সাবিনা খাতুন 

১৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো- গানটির রচয়িতা কে?

উত্তর: আব্দুল গাফফার চৌধুরী 


১৭. ভিয়েতনাম কোন দেশের উপনিবেশ ছিল?

উত্তর: ফ্রান্স এর

১৮. শীতনিদ্রায় যায় এমন দুটি প্রাণীর নাম লিখুন?

উত্তর: বাঁদুর ও ব্যাঙ

১৯. 'গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?

উত্তর: অস্ট্রেলিয়া 

২০. বাংলাদেশের ফুসফুস কোনটি?

উত্তর: সুন্দরবন


২১. উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমিকে কী বলা হয়?

উত্তর: পৃথিবীর শস্যভান্ডার বলে।


২২. ডিসকভারি অব বাংলাদেশ- কার লেখা?

উত্তর: আকবর আলি খান 

২৩. 'মেডোনা-৪৩' কী?

উত্তরঃ একটি চিত্রকর্ম 


২৪. আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল?

উত্তর: ৩×১০^৮ m/sec


২৫. বাংলাদেশের পতাকার ডিজাইনার কে?

উত্তর: কামরুল হাসান 


২৬. কোডিড-১৯ ভাইরাস এর পূর্ণনাম কী?

উত্তর: Coronavirus Disease 2019



 Fill in the gaps with appropriate words.

a) The Padma Bridge established connectivity-----Dhaka and the southern region of Bangladesh.

Ans: Between 

 b) He is absorbed ------ creating an artwork.

Ans: In


 c) I saw him walking-----the road.

Ans: on


 (d) An----- a day keeps the Doctor  away

Ans: Apple 

(e) Burning fossil fuel is ----- the ozone layer.

Ans: not harmful for


a. Write the meanings of the following idioms and make sentences with them.

a) French leave

Ans: অনুমোদন ছাড়া কাজ

 b) Once in a blue moon

Ans:  কদাচিত 

c) Spin one's wheel

Ans:  কোন কিছু দ্বারা মারা যাওয়া

d) Face the music

Ans:  সমালোচনার সম্মুখীন হওয়া 

 e) Call it a day.

উত্তর: দিনের কাজ শেষ হওয়া

Translate into English


a) দেখতে না দেখতেই উড়োজাহাজটি অদৃশ্য হয়ে গেল। The plane disappeared without a trace


b) শত্রুকে অঙ্কুরেই বিনাশ করতে হয়। 

The enemy has to be destroyed in the bud.

c) রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রূপ্তানি মূল্য বৃদ্ধি পেয়েছে। 

উত্তর: Russia's war in Ukraine has led to an increase in export prices.

d) গতরাতে আমার ভালো ঘুম হয়েছিল।

I slept a deep sleep lastnight

 c) প্রযুক্তির সর্বব্যাপিতা অনস্বীকার্য।

The ubiquity of technology is undeniable.



8. Write five synonyms of the word "King".

Ans: Ruler, Sovereign, Monarch, Crowned Head, Supreme ruler


Previous Post Next Post