লেদ মেশিনের মৌলিক সূত্র 


120mm দৈর্ঘ্য বিশিষ্ট একটি জবের বড় ব্যাস 30mm এবং ছোট ব্যাস 25mm হলে উহাকে টেপার টার্নিং করার জন্য কম্পাউন্ড রেষ্টকে কত ডিগ্রি কোণে সেট করতে হবে? 

ট্যাপার কোণ নির্ণয়ের সূত্র

 32 mm ব্যাসের জবকে লেদ মেশিনে টার্নিং করতে 250 r.p.m এর হলে কাটিং স্পীড কত হবে?

কাটিং স্পীড

একটি জবের মধ্যে কাটের গভীরতা 3mm এবং ফীড

0.60 হয়, তবে মাইল্ড স্টীলের কাটিং স্পীড নির্ণয় কর।( C=24)।


কাটিং স্পীড


কাটিং স্পীড কাকে বলে?
 ঘূর্নায়মান জবের পরিধি বরাবর কাটিং টুল প্রতি মিনিটে যত দূরত্ব অতিক্রম করে তাকে কাটিং স্ফীড বলে।

ফীড কাকে বলে?
জবের প্রতি ঘূর্ননে উহার সারফেসের সমান্তরালে কাটিং টুল যে দূরত্ব অতিক্রম করে তাকে ফীড বলে।

ডেপথ অফ কাট কাকে বলে?
 জবের সারফেসের সাথে লম্বালম্বিভাবে কাটিং টুল/যে গভীরতায় থাকে তাকে ডেপথ অফ কাট বলা হয়।


লেদ মেশিনের মেশিনিং টাইম,ফেসিং টাইম, ড্রিলিং টাইম ও ফোর্সের সূত্র ছবিতে দেয়া হলো।

লেদ মেশিনের সূত্র



Previous Post Next Post