মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এ বলের সাম্যবস্থার অংক।
লব্ধি বল,ল্যামির সূত্র, প্রতিরোধী বলের অংক
উপাংশের চিহ্নরীতি
আনুভূমিক উপাংশের ক্ষেত্রে ডান দিকের প্রসারিত উপাংশকে Positive (+) ধরা হয় আর বাম দিকের উপাংশের ক্ষেত্রে Negative (-) ধরতে হবে।
উলম্ব উপাংশের ক্ষেত্রে উপরের দিকে প্রসারিত অংশকে পজিটিভ আর নিচের দিকে প্রসারিত অংশকে নেগেটিভ ধরা হয়।
বলের সাম্যবস্থার শর্তসমূহ
সমতলীয় ও সমকেন্দ্রিক শ্রেণী বলের সাম্যবস্থার জন্য নিম্নোক্ত শর্তসমূহ প্রয়োজন।
১. কোন বস্তুর সাম্যবস্থার জন্য এর উপর প্রয়োগকৃত বলগুলির লব্ধির মান শূন্য হবে।∑F=০
২. বলগুলির আনুভূমিক ও উলম্ব উপাংশগুলি আলাদাভাবে শূন্য হবে।∑Fx= , ∑Fy=0
বোল্ট A এর উপর চারটি বল কাজ করছে।বোল্টের বলের লব্ধির মান নির্ণ কর।
ডুয়েটে অংকটি একধিকবার এসেছে।
∑Fx=100cos15°+150cos30°_80sin20°
= 199.135 N
∑Fy= 150sin30°-100 sin15-110+80cos20°
=14.29 N
R2=(∑Fx)2+(∑Fy)2
R2 =(199.13)2+(14.294)2 =199.647 N
Tan𝝷= ∑Fx/∑Fy
𝝷=4.11°
No comments:
Post a Comment