পৃথিবীর সবচেয়ে পুরোনো 


পৃথিবীর সবচেয়ে পুরোনো নদীর নাম কী?

পৃথিবীর সবচেয়ে পুরোনো নদী  কোনটা?


উত্তর: ফিংকে নদী। (Finke River)। সবচেয়ে পুরোনো এই নদীটি অস্ট্রেলিয়াতে অবস্থিত।যার দৈর্ঘ্য ৭৫০ কিলোমিটার এবং নদীটি ৩০০ থেকে ৩৪০ মিলিয়ন বছর পুরনো। 


পৃথিবীর সবচেয়ে পুরোনো মহাসাগরের নাম কী?

পৃথিবীর সবচেয়ে পুরাতন সাগর কোনটি?

উত্তর: প্যাসিফিক মহাসাগর (Pacific Ocean)। এটি ১৮০ মিলিয়ন বছর পুরনো। 


পৃথিবীর সবচেয়ে পুরোনো শহর কোনটা?

উত্তরঃ সিরিয়ার দামেস্ক শহর।শহরটির বয়স এগারো হাজার বছর। 


পৃথিবীর সবচেয়ে পুরোনো বাড়ি কোনটা?

উত্তর:  stones of matermatera বাড়িটির বয়স প্রায়  নয় হাজার বছর।এটি ইতালিতে। 


পৃথিবীর সবচেয়ে পুরোনো ভাষা কোনটি? 

উত্তর: সুমেরীয় ভাষা। কিন্তু অতীত থেকে বর্তমানে প্রচলিত আছে এমন ভাষার দিক থেকে মিশরীয় ভাষা সবচেয়ে পুরোনো। 

পৃথিবীর সবচেয়ে পুরোনো লিপি কোনটা? 

উত্তর:  বলা হয়ে থাকে সবচেয়ে পুরোনো বর্ণমালার নাম হিব্রু। আর অপরিবর্তনীয় অক্ষরের দিক থেকে পুরনো অক্ষর হলো  " O" 


পৃথিবীর সবচেয়ে পুরোনো বইয়ের নাম কী?

উত্তর: The diamond sutra.



সবচেয়ে পুরোনো রাস্তার নাম কী?

উত্তর:  কেউ বলেন "লেক মোয়েরেজ কিউয়েরি রোড সবচেয়ে পুরোনো " আবার কেউ বলেন " মিশরের দি রোড টু গিজা সবচেয়ে পুরোনো। 


পৃথিবীর সবচেয়ে পুরোনো দেশের নাম কী?

উত্তরঃ দি রিপাবলিক অব স্যান মেরিনো


সবথেকে পুরোনো, পৃথিবীর প্রাচীন জিনিসগুলোর নাম


Previous Post Next Post