বিগত সালের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং  বুয়েটে নেয়া সকল চাকরির   প্রশ্ন 


আপনি এখানে যন্ত্রপ্রকৌশল বিভাগের বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির পরীক্ষায় আস সকল ডিপার্টমেন্টাল প্রশ্ন একসাথে পাবেন। যেমন পাওয়া প্লান্ট এ মেকানিক্যাল ডিপার্টমেন্টের সকল প্রশ্ন, বিসিআইসি,বিটাক পানি উন্নয়ন বোর্ড, কৃষি গবেষণা, কৃষি উন্নয়ন কর্পোরেশন সহ সকল চাকরির পরীক্ষার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর  ডিপার্টমেন্টাল প্রশ্ন 


 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিগত সালের ডিপার্টমেন্টাল প্রশ্ন 


একটি গিয়ারে  10 inch ব্যাস ও এবং 15 টি দাঁত রয়েছে। সাথের গিয়ারের ব্যাস 8 inch হলে।গিয়ারের দাঁত সংখ্যা কত?  ( প্রশ্নটি এসেছিল BSEC sub assistant engineer mechanical) 


দুটি গিয়ারের মধ্যে চালক গিয়ারের ঘূর্ণন ৩০০০ আরপিএম। এবং চালিত গিয়ারের ঘূর্ণন ৩০০ আরপিএম। চালক গিয়ারের দাঁত সংখ্যা ১০ হলে।চালিত গিয়ারের দাঁত সংখ্যা কত?  (প্রশ্নটি এসেছিল Rpgcl sub assistant engineer mechanical) 



একটি গিয়ার ট্রেনের চালক ও চালিত হুইলের দাঁত সংখ্যা যথাক্রমে ৭৫ ও ৫০।  একটি মধ্যবর্তি হুইল ব্যবহার করা হলো যার দাঁত সংখ্যা ২৫। যদি চালক হুইলের ঘূর্ণন ৫০০ আরপিএম হয় (clockwise) তবে চালিত হুইলের ঘূর্ণন ও ঘূর্ণন দিক নির্ণয় করো।

(প্রশ্নটি PGCB তে এসেছিল) 


একটি রিভার্সড গিয়ারের দাঁতের সংখ্যা যথাক্রমে T1= 10, T2= 20, T3= 32, T4= 40 হলে স্পিড রেশিও বের কর। ( প্রশ্নটি BGFCL)  এ এসেছিল।


একটি গিয়ারের ঘড়ির কাটার দিকে ঘূর্ণন গতি 200 rpm এবং এর  দাঁতের সংখ্যা  50 হলে গিয়ার B এর ঘূর্ণন গতি ও ঘূর্ণন দিক নির্ণয় করো।যদি দাঁতের সংখ্যা  25 হয়। ( প্রশ্নটি BCIC তে এসেছিল) 



 একটি শ্যাফট 400 rpm ও  50 hp ক্ষমতা স্থানন্তর করে। শ্যাফটির টর্ক নির্ণয় করে। (BPDB Assistant Engineer, GTCL Assistant Engineer) 


10 mm ব্যাসের একটি শ্যাফটের সর্বোচ্চ পীড়ন কত হবে যদি শ্যাফটের 30 n-m টর্ক প্রয়োগ করা হয় (PGCB Assistant engineer)


একটি সলিড শ্যাফট 2Hz এ ২০ kw শক্তি স্থানান্তর করে যদি পীড়ন 40 mpa এর বেশি না হয় তাহলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো।  ( BIWTA assistant Engineer) 


4m লম্বা একটি শ্যাফটে 4° মোচড় কোণে  80 mpa  পীড়ন সৃষ্টি হয় G= 83 Gpa হলে  শ্যাফটির ব্যাস নির্ণয় করো। ( PGCB assistant engineer) 


পীড়ন ও বিকৃতি 

25 mm পুরুত্বের একটি প্লেটে ২০ mm ব্যাসের ছিদ্র করতে পাঞ্চ দ্বারা কত বল প্রয়োগ করতে হবে। প্লেটের শেয়ার স্ট্রেস 350 mn/m2 ( BITAC ও  APCL এর Assistant Engineer) 


একটি ম্যাটেরিয়ালস এর মডুলাস অব ইলাস্টিসিটি ২০০ Gpa এবং পয়শন রেশিও ০.৩ হলে নির্ণয় করো (i) মডুলাস অব রিজিডিটি (ii) বাল্ক মডুলাস (NWPGCL)

  


10 m  লম্বা ধাতব তারে একটি ভারী ঝুলানোতে এটির দৈর্ঘ্য  5 mm বৃদ্ধি পায়। তারের অভ্যন্তরের পীড়নের মান নির্ণয় করো। E= 200×10^6 kpa


2.4 m লম্বা একটি বার দুটি দেয়ালের মাঝখানে আটকানো অবস্থায় আছে। 20° C তাপমাত্রায় বারটি stress free হলে 30°C তাপমাত্রায় বারটির Thermal stress নির্ণয় করো। &= 1.2×10^-5 m/m°c এ E=200 Gpa


 ৫০ মিমি ব্যাসের Thin wall pressure vessel এর পুরুত্ব ২.৫ মি.মি। যদি স্ট্রেস ১৫০ mpa হয় এর বেশি না হয় তবে সর্বোচ্চ গ্রহণযোগ্য Internal pressure নির্ণয় করো। 


একটি বয়লারের অভ্যন্তরীণ চাপ 50 mpa. ব্যাসার্ধ এবং hoop stress যথাক্রমে 300 mm এবং 150 mpa হলে নির্ণয় করো (i) বয়লারের পুরুত্ব (ii) longitudinal stress 


0.5 m ব্যাসের ভেসেলের Tangential এবং longitudinal  stress যথাক্রমে 200 mpa এবং 80 mpa হলে 5 mpa  চাপ ধরে রাখার জন্য সর্বনিম্ন পুরত্ব কত হবে?




একটি পাপের দক্ষতা 75% হলে 30 মিনিটে 5000 L পানিকে 15m উপরে তুলতে কত অশ্বক্ষমতার মোটর লাগবে ? Jalalabad - SAE-21


একটি পাম্প 25m হেডে প্রতি সেকেন্ডে 10L পানি উত্তোলন করছে।পাম্পের দক্ষতা ৮৫% হলে মোটরের ক্ষমতা নির্ণয় কর? (DESCO-SAB)


 একটি সেন্ট্রিফিউগাল পাপ 1.5 Cuses পানি উত্তোলন করছে। মোটহেড 60 ft এবং দক্ষতা 60% হলে পাম্পটি পরিচালনা করতে

কত  ক্ষমতার মোটরের প্রয়োজন ? / BADC, SGCL SAE, SGFCIAE)


10 bar চাপে একটি পাম্প এর পানি স্থানান্তরের হার 10 L/see মোটর এবং পাম্পের Combined efficiency 67% হলে মোটরের ক্ষমতা Kw rating এ নির্ণয় কর ?( GTCL, BPDB - AE) 



2MPa চাপের পার্থক্যের একটি পাম্প প্রতি সেকেন্ডে 0.0.1 m3 পানি স্থানান্তর করে। পাম্পের ক্ষমতা কত? 



একটি সেন্ট্রিফিউগাল পাম্প 30L/sec পানি 26m উচ্চতায় স্থানান্তর করছে। 3-phase, AC কারেন্ট মোটরে সরবরাহ করা হচ্ছে যেখানে ভোল্টেজ ও কারেন্ট যথাক্রমে 400 volt  ও 17 Am পাম্পের দক্ষতা নির্ণয় করো।  Power facton = 1 [CPGCGL, DWASA, BE PEL,

DITCL, APSCL, BADE AE



গোলাকার 2M ব্যাসের একটি সোজা পাইপের মাধ্যমে 10 m/sec বেগে পানি প্রবাহীত হচ্ছে। পাইপের দৈর্ঘ্য 300 m হলে মোট হেডলসের পরিমাণ কত ? ঘর্ষন সহগ = 0.62



50mm ব্যাসের একটি পাইপ দিয়ে 2m/sec বেগে পানি প্রবাহীত হচ্ছে। পাইপের দৈর্ঘ্য 300m এবং ঘর্ষন গুনঙ্ক  0.004 হলে মোট হেডলস কত হবে ? BITAC - 16, BADC- 20



একটি পাইপ 0.0055 m3/sec হারে 16m উচ্চতার পানি উঠাচ্ছে। পাইপের ব্যাস 150 mm হলে তরলের বেগ এবং টোটাল হেড নির্ণয় কর ? KGDCL SAE - 21



50 mm ব্যাসের একটি পাইপ দিয়ে 1.5 m/sec. গড়বেগে পানি প্রবাহীত হচ্ছে। চাপের তীব্রতা 3.5KPa হলে মোট হেড কত হবে? পাইপের কেন্দ্র ডেটাম লাইন হতে 7m উপরে।



 একটি রেফ্রিজারেটরের ক্যাপাসিটি ২টন এবং কপ 3.2। প্রতি ইউনিট বিদ্যুৎ 10 টাকা হলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ কত?

 (BPDB - MT-21)



 একটি কারনট রেফ্রিজারেটরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 40°C ও

- ২০°C । যদি ক্যাপাসিটি 10 TR হয় তবে সরবরাহকৃত তাপের পরিমান কত? [BPDB - PT - 21)



একটি 5 Ton রেফ্রিজারেশন সিস্টেমের cop 3.8 হলে সিস্টেমটি প্রতি ঘন্টায় কি পরিমান বিদ্যুৎ খরচ করবে ? 



 একটি কারনট রেফ্রিজারেটর প্রতি টন অব রেফ্রিজারেশনে ২Kew শক্তি গ্রহণ করে । সর্বনিম্ন তাপমাত্রা - ২০° c  হলে সর্বোচ্চ তাপমাত্রা এবং

সিস্টেমটির cop নির্ণয় কর ? 



 একটি রেফ্রিজারেটর প্রতি মিনিটে 20 KJ তাপ শোষণ করে এবং প্রতি মিনিটে 40 KJ তাপ ত্যাগ করে । Cop কত হবে?



DESCO - Mechanical + Power (DPI)

 পামপ ও টারবাইনের মধ্যে ৪টি পার্থক্য লিখ ?


cop বলতে কি বুঝায় ? cop ও দক্ষতার মধ্যে ২টি পার্থক্য লিখ?


ওয়েল্ডিং এর ৪ টি ত্রুটির নাম লিখ?


 হাই স্পিড স্টিলের ৪ টি শংকরের নাম লিখ?


 মিলিং মেশিনের ৪টি অংশের নাম লিখ?


 পিয়ার্সিং ও এক্সট্রুশন কাকে বলে?


 ট্রান্সডিউসার কি? ২টি ট্রান্সডিউসারের নাম?


 অটো ও ডিজেল সাইকেলের P-V ডায়াগ্রাম ?


 একটি 10 cm ব্যাসের নিরেট শ্যাফটের শিয়ার পীড়ন 400 kg/cmy এর ঘূর্ণন প্রতি মিনিটে ৬০০ হলে শ্যাফটি কি পরিমান অশ্বশক্তি

স্থানান্তর করবে?


মাইল্ড স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম অংকন কর?


এক সিলিন্ডার বিশিষ্ট পেট্রোল ইঞ্জিনের Rc = 9 | Vc = 15 cc হলে ইঞ্জিনের দক্ষতা ও পিস্টন ডিসপ্লেসমেন্ট নির্ণয় কর ?


Lদৈর্ঘ্যের একটি ক্যান্টিলিভার বিশ্বের মুক্ত প্রান্তে P বল প্রযুক্ত হলে SFD- BMD অংকন কর?



বয়লার অ্যাকসেসরিজ ও মাউন্টিংস এর নাম লিখ। 



একটি 50mm ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10m বেগে

পানি প্রবাহিত হচ্ছে । প্রতি ঘণ্টায় কি পরিমান পানি নির্গত হবে?



15 cm ব্যাসের একটি পাইপ দিয়ে 15 m/sec বেগে পানি প্রবাহিত হচ্ছে। প্রবাহের হার নির্ণয় কর? পাইপটি অন্য 25 cm পাইপের সাথে লাগানো হলে একই দিকে প্রবাহিত পানির বেগ নির্ণয় কর 



চিত্রানুযায়ী পাইপের 1 নং সেকশন দিয়ে 1 m3/sec পানি প্রবাহিত হচ্ছে। ২ নং সেকশনের ব্যাস 125 mm এবং রেগ 2m/see এবং ও নং সেকশনের ব্যাস ২০০ mm হলে Q2 এবং Q3

নির্ণয় কর ?  V3 কত হবে ?



একটি 4 সিলিন্ডার ইঞ্জিনের stroke length 79mm, Dia. 77mm হলে ইঞ্জিনের Stroke Volume ce তে নির্ণয় কর ? 



চার স্ট্রোক চার সিলিন্ডার ইঞ্জিনের ব্যাস ও স্ট্রোকের অনুপাত 0.8 । যদি pm = 0.8MPa IHP = 30 HP এবং ইন্জিনের গতি 2400 rpm হয় তাহলে ইঞ্জিনের বোর এবং স্ট্রোক নির্ণয়

কর? 


 একটি ডিজেল ইঞ্জিন এর B.P = 7 HP | জ্বালানী খরচ 50ml/2min এবং জ্বালানীর আঃ গুরুত্ব 0.84 হলে নির্ণয় করুন BSFC in gm/BHP-Hr ? 



একটি গাড়ির ইঞ্জিন 65 HP শক্তি সরবরাহ করে। তাদীয় দক্ষতা 24% হলে নির্ণয় করুন জ্বালানী খরচ হার? জ্বালানীর তাপীয়মান 44000 KJ/Kg 



একটি ডিজেল ইঞ্জিনের BSFC = 240 gm/kaw-Hr ইঞ্জিনের জ্বালানী খরচের হার নির্ণয় করুন ? বৈদ্যুতিক লোড 30kw এবং অল্টানেটর দক্ষতা 90% হলে। আঃ গুরুত্ব S = 0.85


আরো পড়ুন 

ভালো ফ্রিজ চেনার উপায় 


mechanical engineering buet pattern jobs question


নবীনতর পূর্বতন