Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৮/১১/২০২২

ফ্রিজের ক্যাপাসিটি জানার উপায়

 কোন ফ্রিজ কেমন ঠান্ডা রাখে বের করা উপায়


দৈনন্দিন জীবনে ফ্রিজ অপরিহার্য একটি গৃহস্থালি জিনিস। লোকে ঋন করে হলেও ফ্রিজ কিনছে।আপনারা ফ্রিজ সম্পর্কে অনেক লেখালেখি পাবেন। ভিডিও পাবেন ইউটিউবে যা জন সাধারণের জন্য।কিন্তু আমরা এই আর্টিকেলে ফ্রিজে দক্ষতা নির্ণয়ের অংক কষে দেখবো।আপনারা ফ্রিজের গায়ে অথবা মেনুতে কোটেশন দেখবেন। সেখানে কোন ফ্রিজ এর টন অব রেফ্রিজারেশন কত তা লেখা আছে।এই টন অব রেফ্রিজারেশন হলো ফ্রিজ তথা রেফ্রিজারেটর এর একক।ফ্রিজকে প্রকৌশল ভাষায় রেফ্রিজারেটর বলে।

তাহলে 

টন অব রেফ্রিজারেশন কী?

টন অব রেফ্রিজারেশন বলতে বোঝায়  এক টন বরফকে ২৪ ঘন্টায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে যে পরিমাণ তাপ শোষণ করতে হয়। একে TR দ্বারা প্রকাশ করা হয়  কোম্পানি একে BTU/hr দিয়ে প্রকাশ করে। অর্থাৎ টন অব রেফ্রিজারেশন দিয়ে ফ্রিজ বা রেফ্রিজারেটর এর ক্ষমতা বেঝায়।চলুন জানা যাক রেফ্টিজারেটিং ইফেক্ট কী?

কোন হিমায়িত স্থান হতে একক ভরের হিমায়ক যে পরিমাণ তাপ শোষণ করে তাকে রেফ্রিজারেটিং ইফেক্ট বলে।


Tor বের করার অংক

মনে করুন আপনার বাড়ির ফ্রিজটি  40° ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 Ib পানিকে অর্ধ ঘন্টায় তথা ৩ মিনিটে 10° সেলসিয়াস এ ঠান্ডা করতে পারে তাহলে রেফ্রিজারেটর এর ক্যাপাসিটি কত?

দেয়া আছে

T= 40°C= (40+273)° k

= 313°k

T"= 10°C= (10+273)°K

= 283 °k

M= 100Ib= (100×0.4536)= 45.36 kg 

[যেহেতু 1 kg= 0.4536 Ib]

Q= 45.36×1×(313-283)

= 1360.8 kj/30 min

অতএব 

ক্যাপাসিটি= (1360.8×4.2)/(30×60) 

যেহেতু 1 kcal= 4.2 kj)

= 3.1782 KW বা  Kj/sec

আমরা জানি 1 ton of refrigeration =3.5 kw

তাহলে রেফ্রিজারেটর এর ক্ষমতা = (3.1782/3.5) 

=0.907 ton অব রেফ্রিজারেশন 


নিচের এককগুলো দিয়ে আমরা টন অব রেফ্রিজারেশনকে বিভিন্ন এককে প্রকাশ করতে পারি।

1 Tor = 3.5 kw

1 tor=  12000 Btu/hr

1 tor ‌= 3024 kc/hr


ফ্রিজের ক্যাপাসিটি জানার উপায়