Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

জীব বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান

 মেটামিয়ার কাকে বলে?

প্রাণীদেহের পুনরাবৃত্তিমূলক দেহখন্ডকে মেটামিয়ার বলে।

মেটাফেজ কাকে বলে?

মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়ে  ক্রোমোজমগুলো স্পিন্ডল যন্ত্রের  বিষুবীয় অঞ্চলে অবস্থান  করে তাকে মেটাফেজ বলে।


মেটাজেনেসিস কাকে বলে? 

যৌন ও অযৌনতার  মধ্যে আন্তরুপান্তর হওয়ার ঘটনাকে মেটাজেনেসিস বলে।যৌন বা অযৌন প্রক্রিয়ায় জনন সম্ভব না হলে অথবা জনন প্রক্রিয়া ব্যর্থ হলে বিকল্প হিসাবে এটা ব্যবহার হয়।


রক্তকণিকা কাকে বলে?

হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় তৈরি এক ধরনের কোষ যা সাধারণত রক্তে পাওয়া যায়। 

রক্ত কী?

রক্ত একধরনের তরল যোজক কলা যেটি প্রাণীদেহে অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, খাদ্যসার ইত্যাদি পরিবহন কাজে ব্যাবহার হয়।


রক্তস্বল্পতা কাকে বলে? 

রক্তে  লোহিত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে রক্তস্বল্পতা বলে।

রক্ত তঞ্চন কাকে বলে?

যে প্রক্রিয়াতে রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মত হওয়াকে রক্ত তঞ্চন বলে।


রক্ত সংবহন কাকে বলে?

রক্ত হৃদপিণ্ড, ধমনী,শিরা এবং কৌশিকনালীর মাধ্যমে অভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন করাকে রক্ত সংবহন বলে।


রক্তরস কাকে বলে?

রক্তের ইষৎ হলুদাভ তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে।


প্রোটিন কাকে বলে?

প্রোটিন এক ধরনের বৃহৎ জৈব অনু বা বৃহদাণু।এবং এগুলো এক বা একাধিক (নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন)  দীর্ঘ জৈব যৌগ অ্যামিনো এসিড উদ্বৃত্তের শৃংখল নিয়ে গঠিত। 

সংযুক্ত প্রোটিন কাকে বলে?

যে প্রোটিন অন্যকোন অপ্রোটিন এর সাথে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে তাকে সংযুক্ত প্রোটিন বলে।


ডিসপোজিয়াম কী?

ডিসপ্রোজিয়াম একটি রাসায়নিক মৌল। ডিসপ্রোজিয়াম এর প্রতীক Dy

প্রোটেক্টিনিয়াম কি?

প্রোটেক্টিনিয়াম পর্যায় সারণীর ৯১তম মৌল।এটা একটি তেজস্ক্রিয় মৌল।

প্রজেস্টোরন কী

প্রজেস্টোরন নারীদের যৌন হরমোন প্রতি মাসে ডিম্বাশয়ে উৎপাদিত হয়।এই প্রজেস্টোরন হরমোন নারীদের গর্ভধারণের জন্য জরায়ুকে প্রস্তুত করে।

প্রোপানল কী?

তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল।

প্রোপিন কী?

তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন

আন্তঃঝিল্লি প্রোটিন কাকে বলে?

যে সকল প্রোটিন কোষ ঝিল্লির ফসফোলিপিডের দুই স্তর জুড়ে অবস্থান করে তাকে আন্ত:ঝিল্লি প্রোটিন বলে।

অন্তর্নিহিত প্রোটিন কাকে বলে

যে সকল প্রোটিন কোষ ঝিল্লির ফসফোলিপিডের স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে তাকে অন্তর্নিহিত প্রোটিন বলে।


প্রান্তীয় প্রোটিন কাকে বলে?

যে সকল প্রোটিন কোষ ঝিল্লির ফসফোলিপিডের বহিঃ বা অন্ততলে অবস্থান করে তাকে বলে।


প্রোলিন কী?

এটা একটি সেকেন্ডারি অ্যামিন।প্রোটিন গঠনকারী ২০ টি উপাদানের একটি তবে ব্যতিক্রম কারণ এর অ্যামিনো গ্রুপ নেই।


প্রোটোপ্লাজম কাকে বলে?

কোষের অভ্যন্তরে অবস্থিত অর্ধস্বচ্ছ, আঠালো জেলির মত কলয়ডালধর্মী সজীব বস্তুকে প্রোটোপ্লাজম বলে।

প্রোক্যারিওটস কাকে বলে?

আদিকোষ দিয়ে গঠিত জীবকে আদিকোষী জীব বা প্রোক্যারিওটস বলে।

গ্লাইকোপ্রোটিন কাকে বলে?

প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হলে তাকে গ্লাইকোপ্রোটিন বলে।

প্রোপেন কি?

তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন


অ্যাসিলোমেট কাকে বলে? 

যে সকল প্রাণীদেহে কোন সিলোম থাকে না তাকে অ্যাসিলোমেট বলে।


অ্যাডনিন কী?

একটি পিউরিন জাতক নিউক্লিয়ক্ষার

অ্যাক্সন কী?

কোষদেহ থেকে উৎপন্ন লম্বা ও শাখাবিহীন তন্তু।


অ্যান্টিজেন কাকে বলে?

যে সকল বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয়।


অ্যাস্ফিবিয়া কারা?

যারা উভয়চর প্রাণী অর্থাৎ জ্বলে ও স্থলে বসবাস করতে পারে।


জীব বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান


No comments: