Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

এমন কিছু সাধারণ জ্ঞান যা খুব কম লোকে জানে

জানা ও অজানা কিছু বিষয়


 আমরা আজ mbdjobs এর বিশেষ আয়োজনে এমন কিছু তথ্য ও সাধারণ জ্ঞান বিষয়ক লেখা তুলে যা খুব কম লোকে জানে।গুগলের হাজার হাজার লেখার মধ্যেও যে বিষয়গুলো নিয়ে গুগলে আলোচনা কম এমন কিছু সাধারণ জ্ঞান তুলে ধরা হলো।



বিশ্ব শান্তির গ্রাম

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য  তামিলনাড়ুর একটি গ্রাম নাম অরোভিল। পৃথিবীর প্রায় ৬০ টিরও বেশি দেশ থেকে আসা লোক এখানে বসবাস করে।পুরো গ্রামটা চলে একটি ফাউন্ডেশনের অধীনে। পার্থিব মোহ  মায়া ছেড়ে লোকে এখানে আসে চির শান্তির আশায়।যে গ্রামে নেই কোন দ্বন্দ্ব, বৈষম্য, রাজনীতি। প্রতিদিন হাজার হাজার লোক এ গ্রামে বেড়াতে আসে।তিন হাজারেরও বেশি লোক অরোভিল গ্রামে বসবাস করে।


পৃথিবী কি তার ওজন হারায়?

হ্যাঁ পৃথিবী তার ওজন হারায়। প্রতি বছর পৃথিবী প্রায় পঞ্চাশ হাজার  টন ওজন হারায়।আর  মহাবিশ্ব থেকে পৃথিবীতে প্রতি বছর চল্লিশ হাজার টন কসমিক ডাস্ট বা ধূলা  এসে পড়ে।


মহাবিশ্ব কি কখনো অন্ধকারে নিমজ্জিত হবে?

আনুমানিক একটি হিসাব কষেছেন বিজ্ঞানী মহল।বিজ্ঞানীদের ধারণা আগামী 100 বছর পরে নতুন তারা জন্ম নেয়া বন্ধ হয়ে যাবে।এমনকি ব্ল্যাক হোল তার তাপমাত্রা হারাবে হকিংস রেডিয়েশন এর সূত্রে। তখন পুরো মহাবিশ্ব অন্ধকারে নিপতিত হবে।শুরু হবে নতুন আরেকটি বিগব্যাং। 



সিন্ধুঘোটক

আপনি কি জানেন কোন পুরুষ প্রাণী বাচ্চা প্রসব করে? উত্তর হলো সিন্ধুঘোটক। সিন্ধু ঘোটক ঠাণ্ডা ও বরফ রাজ্যে বসবাস করে।খুব সম্ভবত বাঙালী এদের ভোদর নামে ডাকে।তো নারী  সিন্ধুঘোটক তার ডিম্বাণু পুরুষ ঘোটককে দিয়ে দেয়।পুরষ ঘোটক তার পেটে রেখে বড় করে।এবং সময় হলে বাচ্চা প্রসব করে দেয়।


কোন দেশের লোক সবচেয়ে বেশি শিক্ষিত?

কানাড। আর সবচেয়ে বেশি সময় ধরে পড়াশোনা করে চিলি দেশের শিক্ষার্থীরা।

ওয়ান ম্যান ভিলেজ মধ্য নাইজেরিয়ার একট গ্রাম।যা নাইজেরিয়ার রাজধানী শহরের পাশে অবস্থিত। 






No comments: