ইঞ্জিন ও গাড়ির সিসি নির্ণয়
প্রথমে বলে নেয়া যাক সিসি শব্দের পূর্ণরুপ কি।সিসি শব্দের পূর্ণ অর্থ কিউবিক সেন্টিমিটার।সিসি দ্বারা ইঞ্জিনের আয়তন প্রকাশ করা হয়।একে পিস্টন ডিসপ্লেসমেনটও বলে।অর্থাৎ কোন ইঞ্জিন যদি একহাজার সিসি হয় তবে এর ইঞ্জিন ভলিউম এক লিটার বোঝায়।আরো সহজ ভাষায় বলতে গেলে ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার সর্বোচ্চ বাতাস ও জ্বালানি দহনের ক্ষমতা এক লিটার।ইঞ্জিনের সিসি যত বেশি হবে ততো বেশি বাতাস ও ফুয়েল সিলিন্ডারে প্রবেশ করে ততোবেশি শক্তি উৎপন্ন হবে।
ইঞ্জিনের সিসি নির্ণয়ের একটি অংক
মনে করুন একটি ৪ সিলিন্ডার গাড়ীর (vehicles) ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারের বোর ২০ cm. এবং স্ট্রোক Strok 40 cm হলে গাড়ীটির সিসি কত (cc) হবে?
আমরা জানি
ইঞ্জিনেয় আয়তন = সিলিন্ডার এরিয়া×স্ট্রোক দৈর্ঘ্য ×সিলিন্ডার সংখ্যা
V= A× L×n
V= πD2/4 ×L×n
V= (π×202/4)×40×4
V=50265.6 cc (Ans)
No comments:
Post a Comment