Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

পুলি টানা সম্পর্কিত অংক

 পুলির সাহায্যে কোন বস্তুকে টানার অংক সমাধান 


নিচের চিত্রটি খেয়াল করুন। 

পুলি টানা সম্পর্কিত অংক



দেয়া আছে A block এর ভর M=10 kg এবং B block এর ভর M"= 8 kg একটি মসৃন পুলি বা  কপিকল হয়ে রশি দ্বারা A ও B ব্লকটি বাঁধা আছে। সারফেস ও A ব্লকের মধ্যকার কাইনেটিক ফ্রিকশন সহগ μs=0.4 এবং স্ট্যাটিক বা স্থিতি ঘর্ষণ সহগ μk=0.3 হলে নির্ণয় কর ক. T অর্থাৎ টানা বল কত? খ.Acceleration কত? B ব্লকের ওজন কত হলে A ব্লকটি স্থীর অবস্থায় থাকবে? এবং গ. গতি ঘর্ষণ সহগ কত হলে আবারো A ব্লকটি পিছলে যাবে? যদি A ব্লক তলে কোন ঘর্ষণ নাকলে অর্থাৎ তলটি মসৃণ হলে রশির টানা বল ও একসিলারেশন কত হবে?

 

আমরা নিউটনের গতি সূত্র থেকে পাই

A Block এর ক্ষেত্রে 

F= g×μk= 0.3×9.8

F = 2.94 

আমরা জানি 

F= ma

T-F= ma

T-2.94×9.8=10a

T= 10a+28.9-----------(1)

B block এর ক্ষেত্রে

mg-T=ma

8×9.8-T=8a

T= 78.4-8a-------------(2)

(1+2)  নং সমীকরণ থেকে পাই 

78.4-8a=10a+28.9

a= 2.75 (Ans)

So Acceleration= 4.20 m/s2-------(3)

আবার

a এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই

T= 10×4.20+28.9

Tension = 70.9 N, ( Ans)


B Block এর ওজন কত হলে A block টি স্থীর থাকবে?

M"= M× μs

M"=10×0.4= 4 kg

Ans: 4 kg

B block এর ওজন 4 kg হলে A block টি স্থীর থাকবে


যদি A ব্লকটি মসৃন ও ঘর্ষণহীন তলে থাকে তাহলে 

টেনশন (T) কত হবে?

 T= (M×M")g/(M+M")

= ((10×8)×9.8))/(10+8)

T=43.5 (N) (Ans)


শুধুমাত্র B block পুলির সাহায্যে রশি ধরে টেনে উপরে তুলতে কত বল প্রয়োজন হবে।রশির ভর ও ঘর্ষণ  বাদ দিয়ে।

F= mg

F= 8×9.8

F= 78.4 N (Ans)

 B ব্লকটি তুলতে 78.4 N বল প্রয়োগ করতে হবে।

যদি B ব্লকটি দুইটা পুলির সাহায্যে টানা হয় তাহলে বল 

F= 78.4/2

F= 39.2 N 

যদি চারটি পুলির সাহায্য টানা হয় তাহলে বল

F= 78.4/4

F= 19.6 N বল প্রয়োজন হবে। 


যদি B block টি অর্থাৎ  8 kg ভরের ব্লকটি 30 ডিগ্রি কোণে থাকে এবং গতি ঘর্ষণ সহগ=0.30 হয় তাহলে পুলির সাহায্যে ব্লকটি তুলতে কত বল প্রয়োগ করতে হবে? 

pully angle math


এখানে সমীকরণ থেকে পাই

F= mgcosӨμk+mgsinθ

= 8×9.8×Cos30×0.30+8×9.8×Sin60

= 20.37+67.90

F=88.27 N বল প্রয়োগ করতে হবে। 


কোন মন্তব্য নেই: