সলেনয়িডস এর শক্তি সূত্র
সলেনয়িডস (Solenoids) কী?
সলেনয়িডস ইলেকট্রিক্যালি অ্যারেটড উত্তেজন সৃষ্টির জন্য ব্যবহার হয়।এটা প্রধানত সিগন্যালিং ডিভইস যা রিলেতে ব্যবহার করা হয়। যেমন সলেময়িড ভালভ।
সলেনয়িড ভালব সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পানি বা লিকুইড জাতীয় কোন কিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। আরেকটু পরিস্কার করা যাক। তরল প্রবাহ অটোমেটিক চালু ও বন্ধ করতে সলেনয়িড ভালব ব্যবহার করা হয়।
বিভিন্ন ধরনের সলেনয়িড ভালব আছে।যেমন, ওয়াটার সলেনয়িড ভালব, এয়ার সলেনয়িড ভালব,হাইড্রলিক সলেনয়িড, পিনিউমেটিক সলেনয়িড, গ্যাস ভালব সলেনয়িড ইত্যাদি।
Silence Energy formula
সলেনিয়ড থেকে প্রাপ্ত শক্তির সূত্র
Force= (NN2/2x2)×Aμ0
এখনে N=কয়েলের প্যাচ সংখ্যা
A= এয়ার গ্যাপের প্রস্থচ্ছেদ
X= এয়ার গ্যাপের দৈর্ঘ্য
μ0 =বাতাসের ভেদ্যতা
Leave a Comment