বাংলা ব্যকরণের ধ্বনিতত্ত্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়
ধ্বনিতত্ব: মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী মুখবিবর জিহ্বা, আল জিহ্বা, কোমলতালু, শক্ততালু, দাঁত মাড়ি, ঠোট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। বাক প্রত্যঙ্গ জাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়।
ধ্বনির তত্ত্বে আলোচ্য বিষয়
বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো হল ধ্বনির উচ্চারণ প্রণালী,উচ্চারণের স্থান ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস , ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব বিধান ষত্ব বিধান, ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়।
No comments:
Post a Comment