একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ বা শব্দের প্রচলিত অর্থে প্রয়োগ
শব্দের রীতিসিদ্ধ অর্থ
রীতি সিদ্ধ বলতে প্রচলিত অর্থ বোঝায়।
কোন শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দসমষ্টিকে বাগধারা বাক্য রীতি বলা হয়। বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে যাদের আভিধানিক অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের যথেষ্ট পার্থক্য আছে।
মুখ শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ
সম্মান অর্থে -মেয়েটি বংশের মুখ রক্ষা করেছে.
গালমন্দ অর্থে - শুধু শুধু লোকটাকে মুখ করলে।
ঝগড়া অর্থে -এবার গিন্নির মুখ ছুটেছে
স্বাদ অর্থে- টক খেয়ে মুখ ধরেছে
অনুগ্রহ অর্থে - আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। তাই বিপদ থেকে রক্ষা পেয়েছি।
হাত শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ
দক্ষতা বোঝাতে - কাজ করতে করতেই কাজে হাত আসবে
বিরতি অর্থে - হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।
আয়ত্তে আনা অর্থ - তাকে হাত করতে পারলেই অনেক কিছু জানা যাবে।
হস্তচ্যুত হওয়া - টাকাগুলো হাতছাড়া হয়ে গেল।
প্রভাব অর্থে - এখানে আমার কোন হাত ছিল না
হাত শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ
শেষ সম্বল অর্থে - এই টাকাগুলোই আমার হাতের পাঁচ।
অবিলম্বে -হাতে হাতে কাজগুলো করে ফেলো.
শিক্ষার শুরু অর্থে - ছ বছর বয়সে আমার হাতে খড়ি হয়েছিল।
কার্যকর অর্থে - হাতে কলমে শিক্ষায় আসল শিক্ষা।
মাথা শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ
মাথা ধরা- রোগ বিশেষ
মাথাব্যথা -আগ্রহ
মাথা দেওয়া -দায়িত্ব গ্রহণ
মাথা পিছু -জনপ্রতি
গায়ের মাথা- মোড়ল
মাথা খাওয়া-শপথ করা
মাথা ঘামানো-ভাবনা করা
মাথা শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ
মিলন অর্থে -এই দুই রাস্তার মাথা দূরে গিয়ে এক হয়েছে।
রাগান্বিত হওয়া অর্থ -সে রাগের মাথায় কথাটা বলে ফেলেছে।
ক্রোধ অর্থে -এখন মাথা গরম করা উচিত নয়।
লজ্জা অর্থে -তার কারণে আমার মাথায় হেট হয়ে গেল।
গর্ব অর্থে -মাথা উঁচু করে বাঁচতে হবে
কাঁচা শব্দের রীতিশুদ্ধ প্রয়োগ কাঁচা শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ
কাঁচা আম-অপরিপক্ক আম
কাঁচা কথা-গুরুত্বহীন কথা
কাঁচা ঘুম- স্বল্প ক্ষণের ঘুম
কাঁচা বয়স-অপরিণত বয়স
কাঁচা খাতা-খসড়া
কাঁচা ইট-অদগ্ধ ইট
কাঁচা চুল -কালো চুল
কাঁচা সোনা- নিখাদ স্বর্ণ
পাকা অর্থের বিভিন্ন প্রয়োগ পাকা শব্দের রিতীসিদ্ধ প্রয়োগ
পাকা কথা -শেষ সিদ্ধান্ত
পাকা বন্দোবস্ত -স্থায়ী
দক্ষ অর্থে -পাকা রাধুনী
অকালে পরিপক্ক অর্থে -ইচড়ে পাকা
দক্ষ অর্থে -পাকা হাতের লেখা
ধরা শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ বা ধরা ক্রিয়া পদের রীতিসিদ্ধ প্রয়োগ
কান ধরা, দোষ ধরা, পথ ধরা,হাতে-পায়ে ধরা,গলা ধরা,মনে ধরা,আগুন ধরা,ম্যাও ধরা,গোঁ ধরা
একই শব্দের ভিন্ন অর্থ
গা সওয়া অর্থ -অভ্যস্ত হওয়া
গায়ে সওয়া অর্থ - দেহে সহ্য হওয়া
পায়ে পড়া অর্থ -ক্ষমা চাওয়া/খোশামুদে
রোগ ধরা-রোগ নির্ণয়
রোগ ধরা -অসুখ হওয়া
গা লাগা -মনেযোগ
গায়ে লাগা- অনুভূত হওয়া
হাত আসা- অভ্যস্থ হওয়া
হাতে আসা- আয়ত্ত হওয়া
No comments:
Post a Comment