Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

মানুষ কি আধুনিক হতে পেরেছে?

মানের মানসিকতা 

 মানুষের বিবর্তন হয়েছে ঠিক কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি।দশ হাজার বছর পূর্বে মানুষের যে মন- মানসিকতা ছিল এখনো তাই আছে।মানুষের যে পরিবর্তনটা আমরা দেখতে পায় তা হলো "বাহ্যিক পরিবর্তন"। অতীতে আলাদা আলাদা গোষ্ঠীশাসিত জনপদ ছিল এখন রাষ্ট্রের ধারণা পেয়েছে মানুষ। অতীতে পায়ে হেঁটে  স্থান পরিবর্তন করতো।শারীরিক শ্রম বেশি হতো।শক্তি ক্ষয় হতো বেশি। কিন্তু এখন এই যান্ত্রিক যুগে যন্ত্রপ্রকৌশলের মাধ্যমে কম পরিশ্রমে বেশি কাজ করতে পারছে।খুব সহজে আমরা পরস্পরের খোঁজ নিতে পারছি।এইতো পরিবর্তন তাইতো? কিন্তু এগুলোতো প্রযুক্তির আধুনিকায়নের ফলে হতে পেরেছে। এসব আধুনিক প্রযুক্তি মানুষকে আরাম দিয়েছে। জীবনকে সহজ করেছে।কিন্তু মানসিকতার পরিবর্তন কি ঘটাতে পেরেছে? না পারেনি। দশ হাজার বছর পূর্বে যে হিংসা, লোভ,অন্যায়, দ্বন্দ্ব,যুদ্ধ  ছিল এখনো তা আছে।যুদ্ধের পট পরিবর্তন হয়েছে। অন্যায়ের ধরন পরিবর্তন হয়েছে মাত্র। দশ হাজার পূর্বেও  মানুষ যে অপরাধ করেছে এখনো তা করছে।তো মানুষের পরিবর্তন হলো কোথায়? মানুষ আধুনিক হলো কিভাবে? 

বিজ্ঞানের ব্যবহারতো প্রাচীন যুগেও ছিল। মিশরীয়দের পিরামিড তার অন্যতম উদাহরণ। মায়া সভ্যতা একটি উন্নত সভ্যতা ছিল।প্রাচীন যুগের মানুষ তামা, সোনা ও পাথরের ব্যবহার জানতো।ঘর নির্মাণ করতো।পশু শিকার করতো। কৃষি কাজ করতো।জেনে হোক বা না জেনে বিজ্ঞানের ব্যবহার ছাড়া মানুষ ঐগুলো করতে পারতো না।যুগে যুগে মানুষ বিজ্ঞানের ব্যবহার করেছে বলে মানুষ আজ অবধি টিকে থাকতে পেরেছে। 

বিজ্ঞান উন্নত হয়েছে। প্রযুক্তির উন্নয়ন হয়েছে। আধুনিক শহর গড়ে উঠেছে। কিন্তু আমরা আধুনিক মানুষ হতে পারিনি।প্রাচীনযুগ ও মধ্যযুগে যে অন্যায় সংগঠিত হতো তা যদি এখনো হতে থাকে তবে আমরা কিসের ভিত্তিতে নিজেদেরকে আধুনিক মানুষ হিসাবে দাবী করতে পারি?

মানুষ কখনো মানুষ ছিল না এখনো মানুষ নেই।মানুষকে মানুষের বাচ্চা বলে গালি দেয়া যায়।আমাদের চেয়ে বুদ্ধিমান প্রাণী পৃথিবীতে থাকলে তারা আমাদের মানুষের বাচ্চা বলে গালি দিত।

মানুষ কি আধুনিক হতে পেরেছে?


No comments: