বিয়ারিং এর প্রকারভেদ 


বিয়ারিং কী: বিয়ারিং ধাতব তৈরি বৃত্তাকার মেকানিক্যাল অবজেক্ট। যা ঘূর্ণায়মান শ্যাফটের সাথে লাগানো হয়।ঘর্ষণ রোধ ও ক্ষয় রোধ করার জন্য।ঘূর্ণায়মান গতি ঠিক রাখার জন্য।শব্দ কমানোর জন্য।কম শক্তিতে ভারি বস্তুর ঘূর্ণনের জন্য বিয়ারিং ব্যবহার করা হয়।


বিয়ারিং এর প্রকারভেদ:

বিয়ারিং বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন:

বল বিয়ারিং, রোলার বিয়ারিং, লিনিয়ার বিয়ারিং, ফ্লুয়িড বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং, প্লেইন বিয়ারিং। 

ছবিতে দেখুন

বিয়ারিং কত প্রকার ও কী কী?



বিয়ারিং এর সাইজ বের করার সূত্র 

বিয়ারিং সাইজ  আউট ডায়ামিটার, ইনার ডায়ামিটার,  বিয়ারিং এর প্রসস্থতা বা থিকনেস ভার্নিয়ার ক্যালির্পার দিয়ে মেপে নিতে হবে।এর পর আন্তর্জাতিক বিয়ারিং চার্ট ধরে বিয়ারিং সাইজ বের করতে হব।নিচের ছবিতে বিয়ারিং চার্ট দেয়া হলো।এছাড়াও বিয়ারিং ক্যালকুলেটর এপ ব্যবহার করে বিয়ারিং সাইজ বের করা যায়।





Bearing size chart

Previous Post Next Post