অনুসর্গ

বাংলা ভাষায় দারা দিয়া কর্তৃক চেয়ে থেকে উপরে পড়ে প্রতি মাঝে বই ব্যতীত অব্দি হেতুর জন্য কারণ মত, তবে ইত্যাদি শব্দ কখনো অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীন ভাবে পদ রূপে বাক্যে ব্যবহৃত হয়। আবার কখনো কখনো শব্দ বিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবৈচিত্র ঘটিয়ে থাকে। এগুলোকে  অনুসর্গ বলে। যেমন কেবল আমার জন্য তেমার এ দূর্ভোগ।

Previous Post Next Post