উপসর্গ এর সঙ্গা

শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শতাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ।ও সংকোচন ঘটিয়ে থাকে এগুলোকে বলা হয় উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর নিজস্ব কোন অর্থ না থাকলেও শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয়ে অর্থবাচকতা সূচিত হয়। যেমন পরা একটি উপসর্গ এর নিজস্ব কোন অর্থ নেই কিন্তু জয় শব্দের পূর্বে যুক্ত হয়ে তৈরি হবে পরাজয়।

বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায় 

সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ 

Previous Post Next Post