উপমহাদেশের বিভিন্ন রাজবংশ
রাজবংশের প্রতিষ্ঠাতা
হর্ষাঙ্গ বংশ
হর্ষাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বিম্বিসার
হর্ষাঙ্গ বংশের শেষ সম্রাট কে?
উত্তর: নাগদশক
হরষাঙ্গ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে
উত্তর: অজাতশত্রু
অজাত শত্রু কে?
উত্তর: হর্ষাঙ্গ বংশের শ্রেষ্ঠ সম্রাট।
নন্দ বংশ
নন্দ বংশের প্রতিষ্ঠিতা কে?
উত্তর: মহাপদ্মনন্দ
নন্দ বংশের শেষ সম্রাট কে?
উত্তর: ধননন্দ
নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তর: ধননন্দ
সাতবাহন বংশ
সাতবাহন বংশের প্রতিষ্ঠিতা কে?
উত্তর: সিমুক
সাতবাহন বংশের শেষ সম্রাট কে?
উত্তর: যজ্ঞশ্রী সাতকর্ণি
সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তর: গৌতমপুত্র সাতকর্ণি
কুষাণ বংশ
কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রথম কদফিসেস
কুষাণ বংশের শেষ সম্রাট কে?
উত্তর: দ্বিতীয় বাসুদেব
কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তর: কনিষ্ক
পুষ্যভূতি বংশ
পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রভাকরবর্মন
পুষ্যভূতি বংশের শেষ সম্রাট কে?
উত্তর: হর্ষবর্ধন
পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তর: দেবপাল
চাণক্য বংশ
চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ দ্বিতীয় পুলকেশী
চালুক্য বংশের শেষ সম্রাট কে?
উত্তরঃ দ্বিতীয় কীর্তিবর্মন
চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ প্রথম পুলকেশী
পল্লব বংশ
পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সিংহবিষ্ণু
পল্লব বংশের শেষ সম্রাট কে?
উত্তরঃ অপরাজিত বর্মন
পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন
চোল বংশ
চোল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বিজয়ালয় চোল
চোল বংশের শেষ সম্রাট কে?
উত্তর: তৃতীয় রাজেন্দ্র চোল
চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল
দাসবংশ
দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক
দাস বংশের শেষ সম্রাট কে?
উত্তর: মইজউদ্দীন কায়কোবাদ
দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তর: ইলতুৎমিস
সৈয়দ বংশ
সৈয়দ বংশের প্রতিষ্ঠিতা কে?
উত্তর: খিজির খাঁ
সৈয়দ বংশের শেষ সম্রাট কে?
উত্তর: আলাউদ্দিন আলম শাহ
সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ মবারক শাহ
সুর বংশ
সুর বংশের প্রতিষ্ঠিতা কে?
উত্তর: শেরশাহ সুরি
সুর বংশের শেষ সম্রাট কে?
উত্তর: আলিদ শাহ সুরি
সুর বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
শেরশাহ
0 Comments:
Post a Comment