ভারত বিষয়ে সাধারণ জ্ঞান


এশিয়ার রোম বলা হয় কাকে?

উত্তর: দিল্লি

অ্যানি বেসান্ত কে ছিলেন?

উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। 

ভারত বন গবেষণাগার কোথায় অবস্থিত? 

উত্তরঃ দেরাদুন

ভারতের কোথায় ধান গবেষণাগার রয়েছে? 

উত্তর: ওডিশার কটক শহরে

বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে যুক্ত? 

উত্তর: শেয়ার বাজার

দূর্গাপুর কী নামে পরিচিত? 

উত্তর: ভারতের রুঢ়

সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?

উত্তরঃ নাব্রা উপত্যকা (কারাকোরাম)

ওডিশার রাজ্য পশুর নাম কী?

উত্তর: সম্বর হরিণ

গান্ধীজির সমাধি স্থলের নাম কী?

উত্তর: রাজঘাট


ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয়?

উত্তর: ওডিশা

চারমিনার কোন শহরে অবস্থিত?

উত্তর: হায়দ্রাবাদ 

দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ আনাইমুদি

অমরনাথ কোথায় অবস্থিত? 

উত্তরঃ জম্বু ও কাশ্মীর

ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছিল তা কোথায় আবিষ্কার হয়েছিল? 

উত্তর: সারনাথ

ঝাসির রাণী লক্ষীবাঈ এর সেনাপতি কে ছিল?

উত্তর: তাঁতিয়া টোপি

দিল্লি কোন নদীর তীরে? 

উত্তরঃ যমুনা

ভারতের জাতীয় জলচর প্রাণী কোনটা?

উত্তর: ডলফিন

কৃষ্ণমৃত্রিকাকে স্থানীয় ভাষায় কি বলে?

উত্তর: রেগুর

ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রীর নাম কী?

উত্তর: সুচেতা কৃপালিনী

শ্বেত হস্তী কোথায় পাওয়া যায়? 

উত্তর: মালয়ে

আলাউদ্দিন খিলজির বিখ্যাত কবি কে ছিলেন? 

উত্তর: আমীর খসরু

এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্র কোথায়?

উত্তর: গুজরাটের লাম্বাতে


ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায়?

উত্তর: কেরেলার পেরিয়ার এ

কোন নদীর উপর মেটুর বাঁধ আছে?

উত্তর: কাবেরী

সিন্ধী নদের উপনদী কোনটা?

উত্তর:  শতুদ্রু

গঙ্গার ডান তীরের উপনদী কোনটা?

উত্তর: শোন


নেফা(Nefa) কোন রাজ্যের পুরোনো নাম?

উত্তর: অরুনাচল প্রদেশ 

ভুঙ্গভদ্র বাঁধ প্রকল্প কোন রজ্যাে?

উত্তর: কর্ণাটক

থালাঘাট ও ভোরঘাট গিরিপথ কোথায়?

উত্তরঃ মহারাষ্ট্রে।

ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটা?

উত্তর: ইন্দিরা পয়েন্ট 

সরমতি নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: আরাবল্লি পর্বতে

নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? 

উত্তর: অন্ধ্রপ্রদেশ 

মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত? 

উত্তর:  আসাম

বর্গাদার প্রথা প্রথম কোথায় প্রয়োগ করা হয়?

উত্তর: পশ্চিমবঙ্গে

Previous Post Next Post