এনট্রপি 

এনট্রপি কাকে বলে 

এনট্রপি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। প্রতি ডিগ্রি তাপমাত্রায় এনথালপির যে পরিবর্তন হয়ে যে সর্বোচ্চ পরিমাণ কাজ পাওয়া যায় তাকে এনট্রপি বলে। এটা ক্রিয়াশীল বস্তুর একটি তাপীয় গুণ যা তাপ প্রয়োগে বৃদ্ধি পায় এবং তাপ অপসারণে হ্রাস পায়। কোন প্রবাহী কর্তৃক গৃহীত ও বর্জিত তাপকে উহার স্থির বা গড় তাপমাত্রা দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে এনট্রপি বলে।

অর্থাৎ ds= dQ/T


Previous Post Next Post