শীতকালে মুখ দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ 

শীতের সকালে অথবা রাতে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ধোঁয়া বের হয়ে থাকে। আসলে কিন্তু এটা ধোঁয়া নয়। আর্দ্র বাষ্প। কেন তবে নাক ও মুখ দিয়ে ধোঁয়ার মত আর্দ্র বাষ্প বের হয়? আমরা জানি শীতে বাতাসের তাপমাত্রা কম থাকে যখন আমরা শীতল বাতাস শ্বাস-প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করায় তখন তা গরম হয়ে যায়। আমাদের মুখের ভেতরটা ভেজা।যখন আমরা মুখ দিয়ে কার্বন ডাই-অক্সাইড বের করি তখন মুখের ভেজা অংশের সংস্পর্শে এসে কার্বন ডাই-অক্সাইডকে আর্দ্র করে দেয়। অর্থাৎ জলীয়বাষ্পে পরিনত হয়।মুখ থেকে বের হওয়ার সাথে সাথে জলীয়বাষ্প হঠাৎ  ঠান্ডা বাতাসের সাথে মিশে যায় এবং ছোট ছোট জলীয় কনায় পরিনত হয়।এই ফোঁটা ফোঁটা জলীয় কনা দেখতে সাদা  মেঘ বা ধোঁয়ার মত লাগে।এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় কন্ডেন্স বলে।

শীতকালে মুখ দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ


Previous Post Next Post