জীব বিজ্ঞান  বিষয়ক সাধারণ জ্ঞান 


গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় অবস্থান করে?

উত্তর: পাকস্থলীর প্রাচীরে 

সাব ম্যাক্সিলারি লালাগ্রন্থির অবস্থান কোথায়?

উত্তর: 

অগ্ন্যাশয়  রসে কোন এনজাইম থাকে?

উত্তর: লাইপেজ

গঠন ও পদ্ধতি অনুসারে শর্করা কয় প্রকার? 

উত্তর: তিন প্রকার

কোন খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না?

উত্তর: কাঁচা খাদ্যের। 

থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি রোধকারী আয়োডিনের নাম কী?

উত্তর: রেডিও একটিভ।

বহু শর্করার উৎস কোনটি?

উত্তর: শাক-সবজি 

প্রতিটি চোয়ালে পেষণ দাঁত সংখ্যা কয়টি?

উত্তর: ৩ টি।

যকৃত উদ্বৃত্ত গ্লুকোজ কীরুপে সঞ্চয় করে রাখে?

উত্তর: গ্লাইকোজেন রুপে।


কাঁদলে শিশুর চাঁদি বা তালু বসে যাওয়া কোন রোগের লক্ষণ?

উত্তর: ডায়রিয়া

যকৃতে অ্যামাইনো এসিড কী জাতীয় পদার্থ শোষণে সাহায্য করে? 

উত্তর: স্নেহ

যকৃতের প্রতিটি খন্ড কী দ্বারা তৈরি? 

উত্তর: লোবিউল

উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার? 

উত্তর: ২ প্রকার। 


কীসের অভাবে উদ্ভিদের কঁচি পাতায় ক্লোরোসিস হয়?

উত্তর: ক্যালসিয়াম

হাড় ভঙ্গুর হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?

উত্তর: রিকেটস

ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য কোনটা প্রয়োজন? 

উত্তর: ম্যাঙ্গানিজ

কীসের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না?

উত্তর: ম্যাঙ্গানিজ

সরল খাদ্য জটিল উপাদানে পরিণত করতে সাহায্য করে কোনটা?

উত্তর: এনজাইম 

খাদ্য আশ উদ্ভিদের কী তৈরি করে?

উত্তর: কাঠামো 

উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে কোনটা দরকার? 

উত্তর: নাইট্রোজেন 

কিসের অভাবে উদ্ভিদের কান্ড ছোট ও দূর্বল  হয়?

উত্তর: লৌহ



Previous Post Next Post