Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৫/১২/২০২২

রসায়ন সাধারণ জ্ঞান পর্যায় সারণী

 পর্যায় সারণীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 


পর্যায় সারণির মূল ভিত্তি কি? 

উত্তর:  ইলেকট্রন বিন্যাস 

কয়টি মৌল ক্ষার ধাতু হিসেবে পরিচিত? 

উত্তর: ৬ টি

পর্যায় সারণী উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি?

উত্তর: মেন্ডেলিফ

পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে কয়টি মৌল বিদ্যমান? 

উত্তরঃ ৪ টি।

ধাতু কয়টি? 

২২ টি

নিস্ক্রিয় মৌল কয়টি?

উত্তরঃ ৬ টি।

মুদ্রা ধাতু কোনগুলি?

উত্তর: কপার ও সিলভার 

পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?

উত্তর: Mt

পর্যায় সারণির শূন্য গ্রুপে মৌলের সংখ্যা কয়টি? 

উত্তর: ৬ টি।

Rn পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 

উত্তর: ৮ টি।

মোসলে কত সালে পর্যায় সূত্র আবিষ্কার করেন? 

উত্তর: ১৯১৩ সালে।

সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস? 

উত্তর: ২,৮,১

লেড  P পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল?

উত্তর: ১৪ 

ম্যাগনেশিয়াম এর ইলেকট্রন বিন্যাস কীরুপ?

উত্তর: ২,৮,২

মরিচারোধী হিসাবে ব্যবহার হয় কোন অবস্থানান্তর মৌল?

উত্তর: CO

কোন মৌল পর্যায় সারণীতে ক্ষার ধাতুর সাথে অবস্থান করে?

উত্তর: হাইড্রোজেন 

আর্গনের পারমানেন্ট সংখ্যা কোনটি? 

উত্তর: ১৮

কম সক্রিয় ধাতু কোনগুলা?

উত্তর: সোনা,রুপা


পর্যায় সারণীতে নিস্ক্রিয় গ্যাসের অবস্থান কত? 

উত্তর: ১৮

হ্যালোজেন শব্দের অর্থ কী? 

উত্তর: লবন গঠনকারী