সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ও উত্তর
সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরির প্রস্তুতি
সিমেন্টে জিপসামের পরিমাণ কত?
উত্তর: ৫%
কংক্রিটের সর্বোচ্চ শক্তি অর্জন করতে কত সময় লাগে?
উত্তর: ২৮ দিন।
ভৌতগত দিক থেকে পাথর কয় প্রকার?
উত্তর: দুই প্রকার
সালফেটরোধী সিমেন্ট কোনটা?
উত্তর: ব্লাস্ট ফার্নেস সিমেন্ট
ল্যাম্প ক্লাকের পাইন্টের কি উপাদান?
উত্তর: রঞ্জক উপাদান।
সুরকি কোন ধরনের এডমিক্সার?
উত্তর: পাজোলান
ইটে লবনের পরিমাণ কত থাকা সহনশীল?
উত্তর: ০.৫ থেকে ২.৫%
নাইলোন কোন ধরনের প্লাস্টিক?
উত্তর: থার্মোসেটিং
সিমেন্ট ফাইনাল সেটিং টাইম কত?
উত্তর: ১০ ঘন্টা
স্কাইলাইটে কোন ধরনের গ্লাস ব্যবহার করা হয়?
উত্তর: ওয়ার্ড গ্লাস
বেলে পাথরে পানি শোষণের ক্ষমতা কত?
উত্তর: ২০%
কত ডিগ্রি তাপমাত্রায় ইট পোড়ানো হয়?
উত্তর:১২০০ ডিগ্রি
ইটে অ্যালুমিনার পরিমাণ কত?
উত্তর: ৩০%
ইটে সিলিকার পরিমাণ কত?
উত্তর: ৫৫%
মাঝারি দানার বালির এফএম কত?
উত্তরঃ ১.৫-২.০
মোটা বালির দানার এফএম কত?
উত্তরঃ ২-৩.২
সূক্ষ দানার বালির এফএম কত?
উত্তরঃ ১.০৫-১.৫
ভিটি বালির এফএম কত?
উত্তর: ০.৫-০.৬
লোকাল বালির এফএম কত?
উত্তরঃ ১.২-১.৪
কাঁচে লাইমের পরিমাণ কত?
উত্তরঃ ৬-১৫%
অ্যাসফল্ট কাকে বলে?
উত্তরঃ প্রাকৃতিক খনিজ বস্তুকে।
ছাদের পানি চোয়ানো বন্ধ করতে কী ব্যবহার করা হয়?
উত্তর: বিটুমিন
রুপান্তরিত পাথর কোনটি?
উত্তরঃ শ্লেট
কোন ধরনের বোর্ড শব্দ শোষক?
উত্তর: সফট বোর্ড
প্রতি ঘনমিটার বিটুমিনের ওজন কত?
উত্তরঃ ১০৪০ কেজি।
চুনাপাথর এর গলন তাপমাত্রা কত?
উত্তর: ৬০০-৮০০ ডিগ্রি সেলসিয়াস
Leave a Comment