Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরির ভাইভা প্রশ্ন

সিভিল ডিপার্টমেন্ট চাকরির মৌখিক পরীক্ষার প্রশ্ন 


১. এক ব্যাগ সিমেন্ট = কত ঘন মিটার

উত্তরঃ ০.০৩৩ ঘনমিটার। 

২. জলছাদের পুরুত্ব কত? 

উত্তরঃ ৭.৫ সে.মি

৩. চৌকাঠের সাইজ কত?

উত্তরঃ ১০×৮ সে.মি

৪. সিলিং এর প্লাস্টারের পুরুত্ব কত?

উত্তর: ৬ মি.মি

৫. লিন্টেলের পুরুত্ব কত? 

উত্তরঃ ১৫ সেমি

৬. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?

উত্তর: ১ মিটার

৭. ডিপিসি এর উচ্চতা কত?

উত্তর: ২.৫ সেমি


৮.কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব ব্যবহার হয় তার সাইজ কত?

উত্তরঃ ১৫ সেমি×১৫ সেমি×১৫সেমি

৯. স্লাম্প টেস্ট করা হয় কিসের সাহায্যে?

উত্তরঃ স্লাম্প কোণের সাহায্যে।

১০. স্ল্যাম্প কোণের  উপর ও নিচের ব্যাস কত?

উত্তরঃ উপরে ১০ সেমি নিচে ২০ সেমি

১১. স্ল্যাম্প কোণের উচ্চতা কত?

উত্তরঃ ২০ সেমি

১২. প্লিন্থের উচ্চতা কত রাখা হয়? 

উত্তরঃ ৪৫-৬০ সেমি

১৩. কোপিং কোথায় নির্মাণ করা হয়?

উত্তরঃ প্যারাপেট ও বাউন্ডারি ওয়ালের উপরে। 

১৪. সিঁড়ির ঢাল কত ডিগ্রির মধ্যে রাখা উচিত? 

উত্তর: ২৫ থেকে ৪৫ ডিগ্রি 

১৫. PWD বাংলাদেশ  অনুযায়ী আদর্শ ইটের আকার  কত হওয়া উচিত? 

উত্তর: মসলাবিহীন= 242 mm×114mm×70mm

মসলাসহ= 254 mm×127mm×76mm

১৬. জলছাদের কাজে খোয়া, চুন,সুরকির অনুপাত কত?

উত্তর: ৭:২:২


১৭. সেপটিক ট্যাংক এর নূন্যতম আকার কত?

উত্তরঃ নূন্যতম প্রস্থ ৬০ সেমি তরলের নূন্যতম উচ্চতা ১ মিটার। 

 ১৮. কালভার্ট কাকে বলে?

উত্তর: কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম।


১৯. ব্রীজ এর স্প্যান কত মিটার? 

উত্তর: ৬ মিটার এর বেশি। 


২০. বাংলাদেশের কোন গ্রেডের বিটুমিন রাস্তায় ব্যবহার হয়?

উত্তর: ৮০/১০০ গ্রেড


২১. 

 

No comments: