Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১১/১২/২০২২

সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরির ভাইভা প্রশ্ন

সিভিল ডিপার্টমেন্ট চাকরির মৌখিক পরীক্ষার প্রশ্ন 


১. এক ব্যাগ সিমেন্ট = কত ঘন মিটার

উত্তরঃ ০.০৩৩ ঘনমিটার। 

২. জলছাদের পুরুত্ব কত? 

উত্তরঃ ৭.৫ সে.মি

৩. চৌকাঠের সাইজ কত?

উত্তরঃ ১০×৮ সে.মি

৪. সিলিং এর প্লাস্টারের পুরুত্ব কত?

উত্তর: ৬ মি.মি

৫. লিন্টেলের পুরুত্ব কত? 

উত্তরঃ ১৫ সেমি

৬. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?

উত্তর: ১ মিটার

৭. ডিপিসি এর উচ্চতা কত?

উত্তর: ২.৫ সেমি


৮.কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব ব্যবহার হয় তার সাইজ কত?

উত্তরঃ ১৫ সেমি×১৫ সেমি×১৫সেমি

৯. স্লাম্প টেস্ট করা হয় কিসের সাহায্যে?

উত্তরঃ স্লাম্প কোণের সাহায্যে।

১০. স্ল্যাম্প কোণের  উপর ও নিচের ব্যাস কত?

উত্তরঃ উপরে ১০ সেমি নিচে ২০ সেমি

১১. স্ল্যাম্প কোণের উচ্চতা কত?

উত্তরঃ ২০ সেমি

১২. প্লিন্থের উচ্চতা কত রাখা হয়? 

উত্তরঃ ৪৫-৬০ সেমি

১৩. কোপিং কোথায় নির্মাণ করা হয়?

উত্তরঃ প্যারাপেট ও বাউন্ডারি ওয়ালের উপরে। 

১৪. সিঁড়ির ঢাল কত ডিগ্রির মধ্যে রাখা উচিত? 

উত্তর: ২৫ থেকে ৪৫ ডিগ্রি 

১৫. PWD বাংলাদেশ  অনুযায়ী আদর্শ ইটের আকার  কত হওয়া উচিত? 

উত্তর: মসলাবিহীন= 242 mm×114mm×70mm

মসলাসহ= 254 mm×127mm×76mm

১৬. জলছাদের কাজে খোয়া, চুন,সুরকির অনুপাত কত?

উত্তর: ৭:২:২


১৭. সেপটিক ট্যাংক এর নূন্যতম আকার কত?

উত্তরঃ নূন্যতম প্রস্থ ৬০ সেমি তরলের নূন্যতম উচ্চতা ১ মিটার। 

 ১৮. কালভার্ট কাকে বলে?

উত্তর: কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম।


১৯. ব্রীজ এর স্প্যান কত মিটার? 

উত্তর: ৬ মিটার এর বেশি। 


২০. বাংলাদেশের কোন গ্রেডের বিটুমিন রাস্তায় ব্যবহার হয়?

উত্তর: ৮০/১০০ গ্রেড


২১.