গ্লাস ফ্যাক্টরিতে যেসকল রাসায়নিক ব্যবহার হয়

আমরা জানি গ্লাস মূলত সিলিকা থেকে হয়।আর বালিতে থাকে সিলিকা।আমাদের দেশের বালিতে বিশুদ্ধ সিলিক পাওয়া যায় না। তাই মিশর থেকে বিশুদ্ধ বালি আনা হয়।

গ্লাসে লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট কেন ব্যবহার হয়?

লাইমস্টোন গ্লাসের হার্ডনেস বৃদ্ধি করে,কেমিক্যাল স্থায়িত্ব দেয়,গ্লাসকে স্থায়ী করে,গ্লাস দ্রবণীয় সমস্যা সমাধান করে। 

গ্লাসে সোডা ব্যবহার হয় কেন?

গ্লাস ফ্যাক্টরিতে সোডা ব্যবহার হয় যেমন সোডা লাইম, সোডা অ্যাস।কারণ গ্লাস তৈরি হয় বালি বা সিলিকা দিয়ে তো সিলিকার মেল্টিং পয়েন্ট (গলন তাপ) কমতে ও কার্বন ডাই-অক্সাইড কমাতে গ্লাসে সোডা ব্যবহার হয়।

গ্লাসে লা

পটাশিয়াম নাইট্রেট কাঁচে কেন দেয়া হয়

কাঁচের টাফনেস বৃদ্ধি  করার জন্য অর্থাৎ কাঁচের উপরিতল শক্ত করতে ৩০০-৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লাস পটাশিয়াম নাইট্রেটে ডোবানো হয় 

ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম: কাঁচের রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহার হয়। 


Previous Post Next Post