তেল পরিশোধন পদ্ধতি
অয়েল রিফাইনিং বা তেল পরিশোধন
অয়েল রিফাইনিং এর প্রথম ধাপ কোনটা?
উত্তর: ক্রুড অয়েল ওয়াটার ডিগামিং
অয়েল ওয়াটার ডিগামিং করার সময় তেলে তাপমাত্রা কত রাখা হয়?
উত্তর: ৭৫-৮০ ডিগ্রি সেলসিয়াস
ওয়াটার ডিগামিং করতে কত শতাংশ লবন পানি দেয়া হয়?
উত্তর: ৫-১০% পর্যন্ত।
অয়লে রিফাইনিং প্রসেসে অয়েল এসিড ভেল্যু কখন দেখতে হয়?
উত্তর: ওয়াটার ডিগামিং করার পর।
অয়েল রিফাইনিং এর দ্বিতীয় ধাপ কোনটা?
উত্তর: নিউট্রালাইজেশন
অয়েল রিফাইনিং এ কী এসিড ব্যবহার হয়?
উত্তর: ফসফরিক এসিড
কত তাপমাত্রায় তেলে ফসফরিক এসিড দেয়া হয়?
উত্তরঃ ৬৫-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
অয়েল রিফাইনিং এ কত শতাংশ ফসফরিক এসিড দেয়া হয়?
উত্তর: ২-৫ শতাংশ
অয়েল নিউট্রালাইজেশন এ কোন ক্ষার জাতীয় কেমিক্যাল ব্যবহার হয়?
উত্তরঃ সোডিয়াম হাইড্রো অক্সাইড বা কস্টিং সোডা
অয়েল রিফাইনিং এর ক্ষেত্রে কস্টিক সোডার ব্যবহার ও অয়েল রিফাইনিং প্রসেসে সোডিয়াম হাইড্রো অক্সাইড এর ব্যবহার, অয়েল রিফাইনিং এ কস্টিক সোডার মাত্রা ও সূত্র
উত্তর: G(Theoretical NaOH)= 7.13×10^-4×G(oil)×Acid Value
G(exceeded NaOH) = 0.2%×G(oil)
Mass of Solid Caustic soda = G(theoretical NaoH)+G(exceeded NaOH)
12 Baume solution mass=(( mass of solid caustic soda ÷8.07%))
14 Baume solution mass=(( mass of solid caustic soda ÷9.42%))
16 Baume solution mass=(( mass of solid caustic soda ÷11.06%))
18 Baume solution mass=(( mass of solid caustic soda ÷12.59%))
20 Baume solution mass=(( mass of solid caustic soda ÷14.24%))
তেল থেকে কস্টিক সোডার প্রভাব দূর করার জন্য কি ব্যবহার করা হয়।
উত্তর: ৫-১০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ পানি দুই বার।
অয়েল রিফাইনিং ব্লিচিং ট্রিটমেন্ট
কত তাপমাত্রায় অয়েল রিফাইনিং এ একটিভ হোয়াট ক্লে দেয়া হয়?
উত্তর: ১১০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস
একটিভ হোয়াট ক্লে দেয়া হয় কত শতাংশ?
উত্তরঃ ৩-৫%
ডিওডোরাইজেশন
অয়েল রিফাইনিং এ ডিঅডোরাইজেশন কী?
উত্তরঃ তেলের দূর্গন্ধ দূর করা।
কত তাপমাত্রায় ডিওডোরাইজেশন করা হয়?
উত্তর: ২৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
ডিওডোরাইজেশন এ ওয়াটার কুলিং সিস্টেম তাপমাত্রা কত?
উত্তরঃ ৬০- ৭০ ডিগ্রি সেলসিয়াস।
অয়েল ডিওয়াক্সািং কী?
উত্তরঃ চিলার এর সাহায্য তেলের তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নামিয়ে ফিল্টার করাকে oil Dwaxing বলে।
0 Comments:
Post a Comment