Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

অয়েল রিফাইনিং প্রসেস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

 তেল পরিশোধন পদ্ধতি 


অয়েল রিফাইনিং বা তেল পরিশোধন

অয়েল রিফাইনিং এর প্রথম ধাপ কোনটা?

উত্তর: ক্রুড অয়েল ওয়াটার ডিগামিং

অয়েল ওয়াটার ডিগামিং করার সময় তেলে তাপমাত্রা কত রাখা হয়?

উত্তর: ৭৫-৮০ ডিগ্রি সেলসিয়াস 

ওয়াটার ডিগামিং করতে কত শতাংশ লবন পানি দেয়া হয়?

উত্তর: ৫-১০% পর্যন্ত। 


অয়লে রিফাইনিং প্রসেসে অয়েল এসিড ভেল্যু কখন দেখতে হয়? 

উত্তর: ওয়াটার ডিগামিং করার পর।


অয়েল রিফাইনিং এর দ্বিতীয় ধাপ কোনটা? 

উত্তর: নিউট্রালাইজেশন


অয়েল রিফাইনিং এ কী এসিড ব্যবহার হয়?

উত্তর: ফসফরিক এসিড

কত তাপমাত্রায় তেলে ফসফরিক এসিড দেয়া হয়?

উত্তরঃ ৬৫-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 

অয়েল রিফাইনিং এ কত শতাংশ ফসফরিক এসিড দেয়া হয়? 

উত্তর: ২-৫ শতাংশ 


অয়েল নিউট্রালাইজেশন এ কোন ক্ষার জাতীয় কেমিক্যাল ব্যবহার হয়?

উত্তরঃ সোডিয়াম হাইড্রো অক্সাইড  বা কস্টিং সোডা


অয়েল রিফাইনিং এর ক্ষেত্রে কস্টিক সোডার ব্যবহার ও অয়েল রিফাইনিং প্রসেসে সোডিয়াম হাইড্রো অক্সাইড এর ব্যবহার, অয়েল রিফাইনিং এ কস্টিক সোডার মাত্রা ও সূত্র 

উত্তর: G(Theoretical NaOH)= 7.13×10^-4×G(oil)×Acid Value


G(exceeded NaOH) = 0.2%×G(oil)

Mass of Solid Caustic soda = G(theoretical NaoH)+G(exceeded NaOH)


12 Baume solution mass=(( mass of solid caustic soda ÷8.07%))

14 Baume solution mass=(( mass of solid caustic soda ÷9.42%))

16 Baume solution mass=(( mass of solid caustic soda ÷11.06%))

18 Baume solution mass=(( mass of solid caustic soda ÷12.59%))


20 Baume solution mass=(( mass of solid caustic soda ÷14.24%))



তেল থেকে কস্টিক সোডার প্রভাব দূর করার জন্য কি ব্যবহার করা হয়।

উত্তর: ৫-১০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ পানি দুই বার।


অয়েল রিফাইনিং ব্লিচিং ট্রিটমেন্ট 

কত তাপমাত্রায় অয়েল রিফাইনিং এ  একটিভ হোয়াট ক্লে  দেয়া হয়? 

উত্তর: ১১০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস 


একটিভ হোয়াট ক্লে  দেয়া হয় কত শতাংশ? 

উত্তরঃ ৩-৫%


ডিওডোরাইজেশন

অয়েল রিফাইনিং এ ডিঅডোরাইজেশন কী?

উত্তরঃ তেলের দূর্গন্ধ দূর করা।

কত তাপমাত্রায় ডিওডোরাইজেশন করা হয়?

উত্তর: ২৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 

ডিওডোরাইজেশন এ ওয়াটার কুলিং সিস্টেম তাপমাত্রা কত?

উত্তরঃ ৬০- ৭০ ডিগ্রি সেলসিয়াস। 


অয়েল ডিওয়াক্সািং কী?

উত্তরঃ চিলার এর সাহায্য তেলের তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নামিয়ে ফিল্টার করাকে oil Dwaxing বলে।


No comments: