Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.

সর্বনাম এবং কাল সূচক শব্দে উক্তির পরিবর্তন

সর্বনাম পদে উক্তির পরিবর্তন। কালসূচক শব্দে উক্তির পরিবর্তন 


 প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়


 প্রত্যক্ষ  উক্তি       পরোক্ষ উক্তি 


প্রত্যক্ষ পরোক্ষ 
এই সেই
ইহা তাহা
সে
আজ সেদিন
আগামীকাল  পরদিন 
গতকাল আগেরদিন
গতকল্য পূর্বদিন
ওখানে ঐখানে 
এখানে এখানে
এখন এখন


উক্তি  কাকে বলে? 

কোন বক্তার বাক কর্মের নাম উক্তি। উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।। 


 প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্য টুকু কোন চিহ্নে মাধ্যমে প্রকাশ করা হয়? 
উত্তর: উদ্ধারণ চিহ্ন 

পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়?
উত্তর: উদ্ধারণ চিহ্ন

পরোক্ষ উক্তিতে কোন সংযোজক অব্যয়টি ব্যবহার করা হয়? 
উত্তর: "যে" অব্যয়

বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার কি পরিবর্তন করতে হয়? 
উত্তর: পুরুষ