সর্বনাম পদে উক্তির পরিবর্তন। কালসূচক শব্দে উক্তির পরিবর্তন
প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়
প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি
প্রত্যক্ষ | পরোক্ষ |
এই | সেই |
ইহা | তাহা |
এ | সে |
আজ | সেদিন |
আগামীকাল | পরদিন |
গতকাল | আগেরদিন |
গতকল্য | পূর্বদিন |
ওখানে | ঐখানে |
এখানে | এখানে |
এখন | এখন |
উক্তি কাকে বলে?
কোন বক্তার বাক কর্মের নাম উক্তি। উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।।
প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্য টুকু কোন চিহ্নে মাধ্যমে প্রকাশ করা হয়?
উত্তর: উদ্ধারণ চিহ্ন
পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়?
উত্তর: উদ্ধারণ চিহ্ন
পরোক্ষ উক্তিতে কোন সংযোজক অব্যয়টি ব্যবহার করা হয়?
উত্তর: "যে" অব্যয়
বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার কি পরিবর্তন করতে হয়?
উত্তর: পুরুষ
No comments:
Post a Comment