সাধারণ জ্ঞান বিজ্ঞান
সার হিসাবে ব্যবহার হয় এমন শৈবালের নাম কী?
উত্তরঃ অ্যানাবিনা নস্টক
গ্যালেনা কোন ধাতুর আকরিকের নাম?
উত্তর: সীসা
মোনালিসার ছবিটি বর্তমানে কোথায় আছে?
উত্তর: প্যারিসের ল্যুঁভর মিউজিয়ামে।
ক্যালেন্ডার প্রথম কারা ব্যবহার করেন?
উত্তর: মিশর দেশের রাজার
বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ কোথায়?
উত্তর: ইন্দোনেশিয়ার জাভাতে (সুমাত্রা)
থাম্বপ্যাড কোন প্রাণীর থাকে?
উত্তরঃ ব্যাঙ
আরশলা কোন পর্বভুক্ত প্রাণী?
উত্তরঃ অর্থপোডা
সিস্টোলিথ দেখা যায় কোন গাছে?
উত্তর: বটগাছে।
জলের স্ফুটনাংক মাপার যন্ত্র কোনটা?
উত্তরঃ হিপসোমিটার
কোন প্রাণীর চোখে পেকটিন থাকে?
উত্তরঃ পায়রা
পায়রার বায়ুথলী কয়টা?
উত্তর: ৯ টি
রেডিয়াম পাওয়া গেলো কি থেকে?
উত্তর: পিচব্লেন্ড থেকে।
বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমন?
উত্তর: অক্সিন
জাহাজের গতিবেগ মাপার একক কোনটা?
উত্তর: নট
0 Comments:
Post a Comment