০৮/১২/২০২২

বাংলাদেশের আদিবাসী সম্পর্কে সাধারণ জ্ঞান

উপজাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য 

উপজাতিদের উৎসব 

উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে সামগ্রিকভাবে বেসাবি বলা হয়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যাা ১.১০%

বিভিন্ন ধরনের বেসাবি অনুষ্ঠান।

ত্রিপুরা উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম বৈসুক।

মারমাদে উৎসবের নাম সাংগ্রাই।চাকমাদের বিঝু।বিঝু একটি ফাল্গুনী পূর্নিমার ধর্মীয় উৎসব।গারো জাতির উৎসবের নাম ওয়ানপালা। গারোরা জুম চাষ করে।রাখাইনদের উৎসব হলো সান্দ্রে।মগ উপজাতি সমতলে রাখাইন নামে পরিচিত।জলকেলি রাখাইনদের উৎসব।    মুরং, খিয়াং ও সাঁওতালদের উৎসবের নাম যথাক্রমে ছিয়াছত,সাংলান,ও সোহরাই।


বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের ভাষাসমূহ

বাংলাদেশের ৩২ টি উপজাতির নিজস্ব ভাষা আছে।সেগুলো হলো

সাঁওতালদের ভাষা সাঁওতালি। মণিপুরি উপজাতিদের ভাষার নাম মৈতেয় বা বিষ্ণুপ্রিয় এই ভাষায় পাঙন মুসলিম উপজাতিরাও কথা বলে।মণিপুর নাচ সিলেট অঞ্চলে দেখা যায়।গারোদের ভাষার নাম মান্দি।বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমাদের ভাষা চাকমা।চাকমা শব্দের অর্থ "মানুষ"। বম, হাজং, খাসি, খিয়াং,খুমি, ম্রো, মারমা,রাখাইন, পাংখোয়া উপজাতির নাম ও ভাষা একই। 

ওঁরাও উপজাতির ভাষা সাদরি বা কুরুখ।তঞ্চাঙ্গা উপজাতির ভাষা তঞ্চাঙ্গা।ত্রিপুরা উপজাতির ভাষা ককবোরক।



উপজাতি সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বাংলাদেশের উপজাতিদের সংখ্যা কয়টি।

আদমশুমারী অনুযায়ী ৪৫ টি।কিন্তু মতান্তরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে  ৪৮ টি।


বাংলাদেশের উপজাতীয় প্রতিষ্ঠান কয়টি?

উত্তরঃ ৮ টি।

পার্বত্য চট্টগ্রামে কতোটি উপজাতি বাস করে।

উত্তরঃ প্রচলিত আছে ১১ টি।সরকারি হিসাবে ১২ টি।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে ১৩ টি।


ট্রাইবারাল কালচারাল একাডেমি কোথায়? 

উত্তর: দিনাজপুর ও রাঙামাটি 

আন্তর্জাতিক আদিবাসী দিবস কোনটা?

উত্তর: ৯ আগস্ট 

বনজোগীরা কোথায় বাস করে?

উত্তরঃ বান্দরবান জেলার গভীর অরণ্যে।

বাওয়ালী কারা?

উত্তর: সুন্দর বনের গোলপাতা সংগ্রহকারী 

মগরা কোন জনগোষ্ঠীর লোক?

মঙ্গলীয় জনগোষ্ঠীর। 

লুসাই উপজাতি কোথায় বসবাস করে?

উত্তর: পার্বত্য চট্টগ্রামে 

চাকমা ভাষায় লিখিত উপন্যাস এর নাম কী?

উত্তর: ফেবো

চাকমারা গ্রামকে কি বলে?

উত্তর: আদম

ত্রিপুরাদের ভোজানুষ্ঠানকে কী বলে?

উত্তর: সামৌং

লিখিত বর্ণমালা নেই সাঁওতাল ভাষার।

চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমা উপজাতির বসবাস। 

উপজাতিয় সাংস্কৃতিক একাডেমি কোথায়?

উত্তরঃ বিরিশিরি, নেত্রকোনা 

মারমদের লিপিতে বর্ণ থাকে কয়টি?

উত্তর: ৪৫ টি।

কোন দুইটি মুসলমান উপজাতি? 

উত্তরঃ পাঙন,লাউয়া

চাকমা বিদ্রোহের নায়ক কে?

উত্তরঃ জুম্মা খান (কার্পাস বিদ্রোহ ১৭৭৬-১৭৮৭)


বাংলাদেশের আদিবাসী সম্পর্কে সাধারণ জ্ঞান