পৃথবীর বিভিন্ন শহরের বিশেষত্ব
ক্যাঙ্গারুর দেশ কোনটা?
উত্তর: অস্ট্রেলিয়া
পোপের শহর কোনটা?
উত্তর: ইতালির রোম
অন্ধকার অঞ্চল কাকে বলা হয়?
উত্তর: আফ্রিকা
ইউরোপের ককপিট কাকে বলা হয়?
উত্তর: বেলজিয়াম
নীল নদের উপহার কোনটা
উত্তরঃ মিশর
আরব্য রজনীর শহর কোনটা?
উত্তরঃ বাগদাদ
ইউরোপের যুদ্ধক্ষেত্র কোনটি?
উত্তর: বেলজিয়াম
চির বসন্তের শহর কোনটা?
উত্তর: কুইটো (ইকুয়েডর)
পূর্ব ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উত্তর: জাপান
সোনালী গেটের শহর কাকে বলা হয়?
উত্তর: স্যান ফ্রান্সিসকো
সপ্ত পাহাড়ের দেশ বা শহর কোনটা?
উত্তর: ইতালির রোম
গ্রানাইট সিটি কাকে বলা হয়?
উত্তর: স্কটল্যান্ড এর এবেরদিন।
অশ্রুদ্বার বল হয় কোন স্থানকে?
উত্তর: স্ট্রেট বাব-এল-মান্দেব
ঈগল ভূমি কোথায় অবস্থিত?
উত্তর: আলবেনিয়া
ম্যাপল ভূমি কোথায় অবস্থিত?
উত্তর: কানাডা
লবঙ্গ দ্বীপ কাকে বলা হয়?
উত্তরঃ মাদাগাস্কার
হেরমিট ভূমি কাকে বলে?
উত্তর: কোরিয়াকে।
লিলি ফুলের রাজ্য কোন দেশ?
উত্তর: কানাডা।
সোনালী ভেড়ার ভূমি কোন দেশে?
উত্তরঃ অস্ট্রেলিয়া
হাজার হ্রদের দেশ কোনটা?
উত্তরঃ ফিনল্যান্ড
প্রভাত শান্তির দেশ কোনটা?
উত্তর: কোরিয়া
সূর্যাস্তের দেশ কোনটা?
উত্তর: যুক্তরাজ্য
টিউলিপের দেশ কোনটা?
উত্তর: নেদারল্যান্ডস
বজ্রপাতের দেশ কোনটা?
উত্তর: ভূটান
মধ্যরাতের সূর্যের দেশ কোনটা?
উত্তর: কোরিয়া
হাজার হস্তির দেশ কোনটা?
উত্তর: লাওস
মধ্যপ্রাচ্যের ম্যানচেস্টার কোনটা?
উত্তর: ওসাকা
ড্রাগন বজ্রের দেশ কোনটা?
উত্তর: চাইনা
হাজার পাহাড়ের দেশ কোনটা?
উত্তর: রাওন্ডা
আরবের পার্ল কোন দেশকে বলা হয়?
উত্তর: বাহরাইনকে।
পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উত্তর: পামির মালভূমিকে।
শ্বেত শহর কাকে বলে?
উত্তর: বেলগ্রেড (সাইবেরিয়া)
চীনের দুঃখ কোনটি?
উত্তর: হুয়াং হো রিভার
পৃথিবীর সুগার বল কোনটি?
উত্তর: কিউবা
বাতাসের শহর কোনটা?
উত্তর: শিকাগো
পৃথিবীর রুটির ঝুড়ি কোনটা
উত্তর: Prairies of north america
পৃথিবীর অগ্নি দ্বীপ কোথায়?
উত্তর: আইসল্যান্ড
উইন্ড মিলের দেশ কোনটা?
উত্তর: হল্যান্ড
ইউরোপের ওয়ার্কশপ বলা হয় কাকে?
উত্তর: বেলজিয়ামকে।
পৃথিবীর স্টোর হাউজ কোথায় অবস্থিত?
উত্তর: মেক্সিকো
আধুনিক ব্যাবিলন বলা হয় কাকে?
উত্তর: লন্ডনকে।
পর্বতের সমুদ্র কোথায়?
উত্তর: ব্রিটিশ কলাম্বিয়া
ইউরোপের স'মিল কোথায় অবস্থিত?
উত্তরঃ সুইডেনে
বিশ্ব একাকী দ্বীপ কোনটা?
উত্তর: ট্রিস্টান দা চুনহা
উড়ন্ত মাছের দেশ কোথায় অবস্থিত?
উত্তর: বারবাডোস (ক্যারিবিয়ান সী)
গ্রিসের চোখ কাকে বলে?
উত্তর: এথেন্সকে।
ইউরোপের প্লেগ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডে।
ইউরোপের শ্বাশুড়ি কাকে বলে?
উত্তর: ডেনমার্ককে।
হামিং বার্ডের দেশ কোনটা?
উত্তর: Trinidad (ক্যারিবিয়ান সী)
প্রাচ্যের মুক্তা কাকে বলে?
উত্তরঃ হংকং
No comments:
Post a Comment