Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

পৃথিবীর বিভিন্ন শহরের উপনাম

পৃথবীর বিভিন্ন শহরের বিশেষত্ব

ক্যাঙ্গারুর দেশ কোনটা?

উত্তর: অস্ট্রেলিয়া

পোপের শহর কোনটা?

উত্তর: ইতালির রোম

অন্ধকার অঞ্চল কাকে বলা হয়?

উত্তর: আফ্রিকা 

ইউরোপের ককপিট কাকে বলা হয়? 

উত্তর: বেলজিয়াম 

নীল নদের উপহার কোনটা 

উত্তরঃ  মিশর 

আরব্য রজনীর শহর কোনটা? 

উত্তরঃ বাগদাদ

 

ইউরোপের যুদ্ধক্ষেত্র কোনটি?

উত্তর: বেলজিয়াম

চির বসন্তের শহর কোনটা? 

উত্তর: কুইটো (ইকুয়েডর)

পূর্ব ব্রিটেন বলা হয় কোন দেশকে?

উত্তর: জাপান 

সোনালী গেটের শহর কাকে বলা হয়?

উত্তর: স্যান ফ্রান্সিসকো 

সপ্ত পাহাড়ের দেশ বা শহর কোনটা? 

উত্তর: ইতালির রোম

গ্রানাইট সিটি কাকে বলা হয়? 

উত্তর: স্কটল্যান্ড এর এবেরদিন।

অশ্রুদ্বার বল হয় কোন স্থানকে?

উত্তর: স্ট্রেট বাব-এল-মান্দেব

ঈগল ভূমি কোথায় অবস্থিত? 

উত্তর: আলবেনিয়া 

ম্যাপল ভূমি কোথায় অবস্থিত? 

উত্তর: কানাডা

লবঙ্গ  দ্বীপ কাকে বলা হয়? 

উত্তরঃ মাদাগাস্কার 

হেরমিট ভূমি কাকে বলে?

উত্তর: কোরিয়াকে।

লিলি ফুলের রাজ্য কোন দেশ?

উত্তর: কানাডা।

সোনালী ভেড়ার ভূমি কোন দেশে? 

উত্তরঃ অস্ট্রেলিয়া

হাজার হ্রদের দেশ কোনটা?

উত্তরঃ ফিনল্যান্ড 

প্রভাত শান্তির দেশ কোনটা? 

উত্তর: কোরিয়া 

সূর্যাস্তের দেশ কোনটা? 

উত্তর: যুক্তরাজ্য 

টিউলিপের দেশ কোনটা? 

উত্তর: নেদারল্যান্ডস

বজ্রপাতের দেশ কোনটা? 

উত্তর: ভূটান 

মধ্যরাতের সূর্যের দেশ কোনটা? 

উত্তর: কোরিয়া

হাজার হস্তির দেশ কোনটা? 

উত্তর: লাওস

মধ্যপ্রাচ্যের ম্যানচেস্টার কোনটা? 

উত্তর: ওসাকা

ড্রাগন বজ্রের দেশ কোনটা? 

উত্তর: চাইনা

হাজার পাহাড়ের দেশ কোনটা? 

উত্তর: রাওন্ডা

আরবের পার্ল কোন দেশকে বলা হয়? 

উত্তর: বাহরাইনকে।

পৃথিবীর ছাদ বলা হয় কাকে? 

উত্তর: পামির মালভূমিকে।

শ্বেত শহর কাকে বলে? 

উত্তর: বেলগ্রেড (সাইবেরিয়া)

চীনের দুঃখ কোনটি?

উত্তর: হুয়াং হো রিভার

পৃথিবীর সুগার বল কোনটি?

উত্তর: কিউবা

বাতাসের শহর কোনটা? 

উত্তর: শিকাগো

পৃথিবীর রুটির ঝুড়ি কোনটা

উত্তর: Prairies of north america

পৃথিবীর অগ্নি দ্বীপ কোথায়? 

উত্তর: আইসল্যান্ড

 উইন্ড মিলের দেশ কোনটা? 

উত্তর: হল্যান্ড

ইউরোপের ওয়ার্কশপ বলা হয় কাকে?

উত্তর: বেলজিয়ামকে।

পৃথিবীর স্টোর হাউজ কোথায় অবস্থিত? 

উত্তর: মেক্সিকো 

আধুনিক ব্যাবিলন বলা হয় কাকে? 

উত্তর: লন্ডনকে।

পর্বতের সমুদ্র কোথায়? 

উত্তর: ব্রিটিশ কলাম্বিয়া

ইউরোপের স'মিল কোথায় অবস্থিত? 

উত্তরঃ সুইডেনে

বিশ্ব একাকী দ্বীপ কোনটা? 

উত্তর: ট্রিস্টান দা চুনহা

উড়ন্ত মাছের দেশ কোথায় অবস্থিত? 

উত্তর: বারবাডোস (ক্যারিবিয়ান সী)

গ্রিসের চোখ কাকে বলে?

উত্তর: এথেন্সকে।

ইউরোপের প্লেগ্রাউন্ড কোথায় অবস্থিত? 

উত্তর: সুইজারল্যান্ডে।

ইউরোপের শ্বাশুড়ি কাকে বলে?

উত্তর: ডেনমার্ককে।

হামিং বার্ডের দেশ কোনটা? 

উত্তর: Trinidad (ক্যারিবিয়ান সী)

প্রাচ্যের মুক্তা কাকে বলে?

উত্তরঃ হংকং 

No comments: