Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.

কারনট রেফ্রিজারেটর

 কারনট রেফ্রিজারেটরের কার্যপ্রণালী 

কারনট রেফ্রিজারেটরের কার্যপ্রণালী  করনট রেফ্রিজারেটরের কম্প্রেসার সাকশন স্ট্রোকের সময় ইভাপরেটর হতে কম তাপমাত্রায় বাষ্পীয় রেফ্রিজারেন্ট শোষণ করে কম্প্রেসার এই রেফ্রিজারেন্টকে উচ্চ তাপমাত্রা ও চাপে কন্ডেন্সারে সরবরাহ করে কনডেন্সার চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা কমিয়ে  রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করে তারপর এই উচ্চ চাপের কম তাপমাত্রার রেফ্রিজারেন্ট এর চাপ কমিয়ে ফেলা হয় ফলে এটা আরও ঠান্ডা হয় এরপর একে ইভা পরেটরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় রেফ্রিজারন্ট এর তাপ কম থাকায় ইভাপোরেটরে  উচ্চ তাপমাত্রায় রক্ষিত সামগ্রিক তাপ গ্রহণ করে এবং বাষ্পীয় রেফ্রিজারেন্টে পরিণত হয়।এভাবে রেফ্রিজারেশন চক্র বার বার সম্পাদিত হয়। 

কারনট রেফ্রিজারেটর