অনুজীব বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
বিজ্ঞান বিভাগ থেকে বিসিএস সহ যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় নিম্নোক্ত প্রশ্নগুলো আসতে পারে। এখানে বিগত সালের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা বিজ্ঞান বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তুলে ধরা হলো
প্যাথজেনিক কাকে বলে?
যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথজেনিক বলে।
রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কি খাওয়া উচিত নয়?
খাসির মাংস
পেনিসিলিয়ামের আবিষ্কারক কে? -আলেকজান্ডার ফ্লেমিং
হট এয়ার ওভেন এর জীবন মুক্ত করা হয় --all glass materials.
surgical instrument জীবাণুমুক্ত করার জন্য কি ব্যবহার করা হয় --Autoclave
ইবোলা ভাইরাস কোন দেশ থেকে উৎপত্তি হয়? -কঙ্গো
বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস সনাক্ত করেন কত সালে? -১৯৭৬ সালে।
এইচ আই ভি শরীরে কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে? রক্তের মাধ্যমে।
কোন রোগে মাড়ি দিয়ে রক্ত পড়ে?
উত্তর: স্কার্ভি
আল্ট্রাভায়োলেট রশ্মি কোন রোগের সৃষ্টি করে?
চর্মরোগ
কোন রোগের নির্দিষ্ট কোন লক্ষণ দেখা যায় না?
গনোরিয়া
আয়রনের অভাবে কোন রোগ হয়?
উত্তর: অ্যানিমিয়া রোগ
ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশার নাম কি?
উত্তর: এনোফিলিস
ম্যালেরিয়ার ওষুধ কুইনিন কোন গাছ হতে পাওয়া যায?
উত্তর: সিনকোনা
মেরাসমাস রোগের ফলে শরীরের কি ক্ষতি হয়?
উত্তর: পেশি ও মেদ ক্ষয়
কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
উত্তর: থাইরক্সিন
শরীরের কোন অংশ জন্ডিস দ্বারা আক্রান্ত হয়?
উত্তর: লিভার
ডিপথেরিয়া দ্বারা শরীরের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর: গলা
এন্টিবায়োটিক ঔষধ বা পেনিসিলিন ঔষধ কি দিয়ে তৈরি করা হয়?
উত্তর: ছত্রাক
হেপাটাইটিস রোগের প্রধান কারণ কি?
উত্তর: ভাইরাস
তামাকে কি থাকে?
উত্তর: বিষাক্ত নিকোটিন
বার্ড ফ্লু এর উৎস কী?
উত্তর: মুরগি
কেমোথেরাপি কাকে বলে
উত্তর: অতি শক্তিশালী এন্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে ।
প্রিয়ন ভাইরাস থেকে কত ছোট?
প্রায় একশতভাগ
প্রিয়ন কি?
একটি সংক্রামক সত্তা যা শুধু প্রোটিন অনু দিয়ে গঠিত।
সবচেয়ে বড় ভাইরাস কোনটি?
উত্তর: গো বসন্তের ভাইরাস
ভিরিয়ন কাকে বলে?
সংক্রমণক্ষম একটি পূর্ণাঙ্গ ভাইরাস কণাকে বলে।
পুরুষ কৃমি দেখতে কেমন?
আকারে ছোট।
ধানের হলদে বামন রোগ সর্বপ্রথম আবিষ্কৃত হয় কোন দেশে?
উত্তর: জাপান
ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে কিসের নাম অনুসারে?
উত্তরঃ নদীর
নিউমোনিয়া রোগ দেহের কোন অংশে আক্রমণ করে?
উত্তরঃ ফুসফুস
বসন্ত হলো ভাইরাসজনিত রোগ বসন্ত রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। কুষ্ঠ রোগ হল ব্যাকটেরিয়াজনিত রোগ।
ডেঙ্গু ভাইরাস হলো কেভিভাইরাস গ্রুপের সদস্য এক ধরনের আরএনএ ভাইরাস। ডেঙ্গু ভাইরাস চার ধরনের den-1, Den-2 Den-3 Den-4
ব্রংকাইটিস কাকে বলে?
শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে।
ম্যালেরিয়ার পরজীবির অযৌন জনন সম্পন্ন হয় মানব দেহে।
ভিরয়েডস কাকে বলে?
নিম্ন আণবিক ওজনের এক সূত্রকে নগ্ন আরএনএ যার নিউক্লিও ওটাইটড সংখ্যা ২৭০ থেকে ৩৮০
ভাইরাস শব্দের অর্থ কি?
বিষ
ভাইরাস হলো নিউক্লিক এসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত একপ্রকার অতি আণুবীক্ষণিক অকোষীয় পরজীবী।
ইবোলা ভাইরাস আবিষ্কার করেন বেলজিয়ামের চিকিৎসক ডাক্তার পিটার কিয়োট মাত্র ২৭ বছর বয়সে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন