পৃথিবীর সবচেয়ে গভীর পানির মাছ সম্পর্কে
মাছ পানিতে বিভিন্ন স্তরে বসবাস করে।কিছু কিছু সমুদ্রের অতি গভীরে বসবাস করে।তেমনি আটলান্টিক মহাসাগরের অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি নামক এক ধরনের মাছ।এই অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি মাছ এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে গভীর জলে বসবাসকারী মাছ।যা আটলান্টিক মহাসাগরের ৮৩৭০ মিটার গভীরে বসবাস করে।
মূলত এই মাছ অ্যাবিসোব্রোটুলা প্রজাতির অন্তর্ভুক্ত। ১৯৭৭ সালে জরগেন লিনসেন নামক এক প্রাণীবিদ তার গবেষণা জাহাজ গ্যালাথির মাধ্যমে উক্ত মাছের সঠিক উপাত্ত সংগ্রহ করে বলে এই মাছের নাম দেয়া হয় অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি।
0 Comments:
Post a Comment