এসি বা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেটর যেভাবে কাজ করে।

ভেপার কম্প্রেশন সিস্টেম এর প্রধান প্রধান অংশ

১. কম্প্রেশর

২. কনডেনসার 

৩. এক্সপানশন ভালভ

৪. ইভাপোরেটর


কম্প্রেশর: কম্প্রেশর রেফ্রিজারেন্ট সিলিন্ডার হতে রেফ্রিজারেন্ট টেনে উচ্চচাপে কন্ডেন্সারে ঠেলে দেয়।ফলে রেফ্রিজারেন্ট গ্যাস উচ্চতাপে বাষ্পীয় অবস্থায় কন্ডেন্সারে যায়।


কনডেনসার: কন্ডেন্সারের কাজ হলো সুপার হিটেড বাষ্পকে স্যাচুরেটেড বাষ্পে পরিণত করা।স্যাচুরেটেড বাষ্প হলো সেই বাষ্প যা তরল ও বাষ্প উভয় অবস্থায় থাকতে পারে।অর্থাৎ কন্ডেন্সারের কাজ হলো উচ্চ চাপে রেখে বাষ্পকে লিকুইড করে এক্সপানশন ভালভের দিকে ঠেলে দেওয়া।

এক্সপানশন ভালভ: উচ্চচাপের লিকুই এক্সপানশন ভালভে গিয়ে চাপ ও তাপ হারায়। 


ইভাপোরেটর:  এক্সপানশন ভালভ থেকে কম তাপ ও চাপের তরল এভাপোরেটর কয়েলে আসে।এভাপোরেটরে কুলিং ফ্যান থাকে এবং ঠান্ডা হাওয়া তৈরি করে চারপাশে ছড়িয়ে দেয়।



রেফ্রিজারেশন সিস্টেম এর কয়েল কোন কোন মেটাল দিয়ে তৈরি? 

 নিকেল এলয়,টাইটেনিয়াম, কপার,এসএস, ফেরিটিক এসএস


ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম কোথায় ব্যবহার কর হয়

এই সিস্টেমের বানিজ্যিক না এসি বা এয়ার কন্ডিশন।বাসবাড়ি,অফিস-আদাল, গাড়িতে অর্থাৎ ছোট পরিসরে এই সিস্টেম এর এসি ব্যবহার হয়।


ভেপার কম্প্রেশন সিস্টেম রেফ্রিজারেটর


Previous Post Next Post