Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

রসায়নের ধারণা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 রসায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ 


কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? 

উত্তর: Cl2

ফরমালিন মানুষের শরীরে কী ক্ষতি করে?

উত্তর: শরীরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করে। 


প্রেট্রোলিয়াম পোড়ালে কী কী উৎপন্ন হয়? 

উত্তর: কার্বন ডাই-অক্সাইড, পানি ও শক্তি। 

ড্রাইওয়াশ করতে কোনটি ব্যবহার করা হয়? 

উত্তর: Ccl4


মিশরীয়রা কবে থেকে স্বর্ণ আহরণ শুরু করে? 

উত্তর: খ্রিস্টপূর্ব ২৬০০ সাল থেকে।  

কাগজ তৈরীর রাসায়নিক যৌগ হিসাবে কোন মৌলটি আবশ্যক? 

উত্তর: ফসফরাস। 

আমাদের খাদ্যের প্রধান উপাদান কী?

উত্তর: শ্বেতসার। 


ফল পাকলে হলুদ বর্ণে রুপান্তর হওয়া কোন প্রক্রিয়া? 

উত্তর: জীব রাসায়নিক

প্রাচীন রসায়নের সৃষ্টি হয় কোন দেশে? 

উত্তর: মিশর। 

কোন ধরনের পদার্থের কারণে শরীরে ক্যান্সার সৃষ্টি হয়?

উত্তর:  তেজস্ক্রিয়। 

ফলের মধ্যে কোন ধরনের এসিড থাকে? 

উত্তর: জৈব এসিড। 

মোম কোন ধরনের পদার্থ? 

উত্তর: হাইড্রোকার্বন

ক্ষতিকর আলোকরশ্মি কি দ্বারা বুঝানো হয়? 

উত্তর: ট্রিফয়েল

আন্তর্জাতিক রশ্মি চিহ্ন কত সালে ব্যবহৃত হয়েছিল? 

উত্তর: ১৯৪৬ সালে।

কাঠ কার্বনের কী যৌগ?

উত্তর: সেলুলোজ

সারে কোন কোন মৌল থাকে?

উত্তর: অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন

বিকারে এসিড দ্রবণ যোগ করলে কি উৎপন্ন হবে? 

উত্তর: লবন ও পানি।

ন্যাপথালিনে তাপ দিলে কি ঘটে?

উত্তর: সরাসরি গ্যাসে পরিণত হয়। 

অক্সিজেন এর উৎস কোনটা?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড 

উর্ধ্বপাতন ঘটে কোন পদার্থে?

উত্তর: আয়োডিনে।

Aquatic শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার হয়?

উত্তর: জলজ

জীবদেহের সবচেয়ে জটিল অনু কোনটা? 

উত্তর: প্রোটিন 

ইলেকট্রনিকস যন্ত্রের বিভিন্ন ক্ষুদ্রাংশ পদার্থের কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়?

উত্তর: রাসায়নিক ধর্ম

কোন মন্তব্য নেই: