রসায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ
কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?
উত্তর: Cl2
ফরমালিন মানুষের শরীরে কী ক্ষতি করে?
উত্তর: শরীরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করে।
প্রেট্রোলিয়াম পোড়ালে কী কী উৎপন্ন হয়?
উত্তর: কার্বন ডাই-অক্সাইড, পানি ও শক্তি।
ড্রাইওয়াশ করতে কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: Ccl4
মিশরীয়রা কবে থেকে স্বর্ণ আহরণ শুরু করে?
উত্তর: খ্রিস্টপূর্ব ২৬০০ সাল থেকে।
কাগজ তৈরীর রাসায়নিক যৌগ হিসাবে কোন মৌলটি আবশ্যক?
উত্তর: ফসফরাস।
আমাদের খাদ্যের প্রধান উপাদান কী?
উত্তর: শ্বেতসার।
ফল পাকলে হলুদ বর্ণে রুপান্তর হওয়া কোন প্রক্রিয়া?
উত্তর: জীব রাসায়নিক
প্রাচীন রসায়নের সৃষ্টি হয় কোন দেশে?
উত্তর: মিশর।
কোন ধরনের পদার্থের কারণে শরীরে ক্যান্সার সৃষ্টি হয়?
উত্তর: তেজস্ক্রিয়।
ফলের মধ্যে কোন ধরনের এসিড থাকে?
উত্তর: জৈব এসিড।
মোম কোন ধরনের পদার্থ?
উত্তর: হাইড্রোকার্বন
ক্ষতিকর আলোকরশ্মি কি দ্বারা বুঝানো হয়?
উত্তর: ট্রিফয়েল
আন্তর্জাতিক রশ্মি চিহ্ন কত সালে ব্যবহৃত হয়েছিল?
উত্তর: ১৯৪৬ সালে।
কাঠ কার্বনের কী যৌগ?
উত্তর: সেলুলোজ
সারে কোন কোন মৌল থাকে?
উত্তর: অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন
বিকারে এসিড দ্রবণ যোগ করলে কি উৎপন্ন হবে?
উত্তর: লবন ও পানি।
ন্যাপথালিনে তাপ দিলে কি ঘটে?
উত্তর: সরাসরি গ্যাসে পরিণত হয়।
অক্সিজেন এর উৎস কোনটা?
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
উর্ধ্বপাতন ঘটে কোন পদার্থে?
উত্তর: আয়োডিনে।
Aquatic শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার হয়?
উত্তর: জলজ
জীবদেহের সবচেয়ে জটিল অনু কোনটা?
উত্তর: প্রোটিন
ইলেকট্রনিকস যন্ত্রের বিভিন্ন ক্ষুদ্রাংশ পদার্থের কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়?
উত্তর: রাসায়নিক ধর্ম
0 Comments:
Post a Comment