Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৪/১২/২০২২

রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বন্ধন বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 পারম্যাঙ্গানেট মূলকের যোজনী কত? 

উত্তর: ১

নিয়নের ইলেকট্রন বিন্যাসের জন্য কার্বনের কয়টি ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন? 

উত্তর: ৪ টি

ধাতু-অধাতুর বন্ধন কোন ধরনের? 

উত্তর: সমযোজী বন্ধন।

দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটা?

উত্তর: সোডিয়াম ক্লোরাইড। 

পানির H2O যৌগিক বন্ধন কোন ধরনের? 

উত্তর: সমযোজী বন্ধন। 

কোন অনুতে কোন মুক্ত জোড় ইলেকট্রন নেই?

উত্তর: মিথেন (CH4)

আয়নিক বন্ধন গঠিত হয় কার কার মধ্যে? 

উত্তর: ক্যাটায়ন ও অ্যানায়ন এর মধ্যে। 

গ্রাফাইটের প্রতিটি পরমাণু কার্বনের কয়টি পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করে? 

উত্তর: ৩ টি।

অপোলার যৌগ কোনটি? 

উত্তর: পেট্রোল 

যোজ্যতা ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে কোনটি একমাত্র ব্যতিক্রম অধাতু ?

উত্তর: হাইড্রোজেন। 

H2O অনু গঠনের সময় হাইড্রোজেন কোন নীতি অনুসরণ করে? 

উত্তর: দ্বৈত

ইলেকট্রন  গ্রহণ করে অষ্টকপূর্ণ করে কোনটি? 

উত্তর: (O) অক্সিজেন 

মিথেন অনুর আকৃতি কেমন? 

উত্তর: চতুস্তলকীয় 


অ্যমোনিয়ামের যোজনী কত?

উত্তর: এক

ধাতুর পরমাণু গুলো আয়নের পরিণত হলে কোন ধরনের কেলাসে অবস্থান করে? 

উত্তর: ত্রিমাত্রিক। 

কোন সমযোজী যৌগটি অষ্টক নিয়মের ব্যতিক্রম? 

উত্তর: SO3

নাইট্রোজেন পরমাণুর যোজনী ইলেকট্রন কয়টি? 

উত্তর: পাঁচটি।

কোন শক্তিস্তরে Duplet পূর্ণ করে?

উত্তর: প্রথম।

কোন ধরনের মৌল ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করে?

উত্তর: ধাতু


হাইড্রোজেন  নিষ্ক্রিয় গ্যাসের কোন বিন্যাস লাভ করে? 

উত্তর: দ্বৈত

জেননের যোজনী কত? 

উত্তর: শূন্য

নাইট্রেট  এর যোজনী কত? 

উত্তর: ১

অ্যালুমিনিয়ামের যোজনী কত? 

উত্তর: ৩ 

ফসফরাসের অনুতে কয়টি পরমাণু আছে? 

উত্তর: ৪ টি।

কার্বোনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কত ?

উত্তরঃ ৪ টি।

গ্রাফাইটের গাঠনিক একক  কোষগুলোর আকৃতি কীরূপ?

উত্তরঃ ষড়ভূজাকার