Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বন্ধন বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 পারম্যাঙ্গানেট মূলকের যোজনী কত? 

উত্তর: ১

নিয়নের ইলেকট্রন বিন্যাসের জন্য কার্বনের কয়টি ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন? 

উত্তর: ৪ টি

ধাতু-অধাতুর বন্ধন কোন ধরনের? 

উত্তর: সমযোজী বন্ধন।

দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটা?

উত্তর: সোডিয়াম ক্লোরাইড। 

পানির H2O যৌগিক বন্ধন কোন ধরনের? 

উত্তর: সমযোজী বন্ধন। 

কোন অনুতে কোন মুক্ত জোড় ইলেকট্রন নেই?

উত্তর: মিথেন (CH4)

আয়নিক বন্ধন গঠিত হয় কার কার মধ্যে? 

উত্তর: ক্যাটায়ন ও অ্যানায়ন এর মধ্যে। 

গ্রাফাইটের প্রতিটি পরমাণু কার্বনের কয়টি পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করে? 

উত্তর: ৩ টি।

অপোলার যৌগ কোনটি? 

উত্তর: পেট্রোল 

যোজ্যতা ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে কোনটি একমাত্র ব্যতিক্রম অধাতু ?

উত্তর: হাইড্রোজেন। 

H2O অনু গঠনের সময় হাইড্রোজেন কোন নীতি অনুসরণ করে? 

উত্তর: দ্বৈত

ইলেকট্রন  গ্রহণ করে অষ্টকপূর্ণ করে কোনটি? 

উত্তর: (O) অক্সিজেন 

মিথেন অনুর আকৃতি কেমন? 

উত্তর: চতুস্তলকীয় 


অ্যমোনিয়ামের যোজনী কত?

উত্তর: এক

ধাতুর পরমাণু গুলো আয়নের পরিণত হলে কোন ধরনের কেলাসে অবস্থান করে? 

উত্তর: ত্রিমাত্রিক। 

কোন সমযোজী যৌগটি অষ্টক নিয়মের ব্যতিক্রম? 

উত্তর: SO3

নাইট্রোজেন পরমাণুর যোজনী ইলেকট্রন কয়টি? 

উত্তর: পাঁচটি।

কোন শক্তিস্তরে Duplet পূর্ণ করে?

উত্তর: প্রথম।

কোন ধরনের মৌল ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করে?

উত্তর: ধাতু


হাইড্রোজেন  নিষ্ক্রিয় গ্যাসের কোন বিন্যাস লাভ করে? 

উত্তর: দ্বৈত

জেননের যোজনী কত? 

উত্তর: শূন্য

নাইট্রেট  এর যোজনী কত? 

উত্তর: ১

অ্যালুমিনিয়ামের যোজনী কত? 

উত্তর: ৩ 

ফসফরাসের অনুতে কয়টি পরমাণু আছে? 

উত্তর: ৪ টি।

কার্বোনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কত ?

উত্তরঃ ৪ টি।

গ্রাফাইটের গাঠনিক একক  কোষগুলোর আকৃতি কীরূপ?

উত্তরঃ ষড়ভূজাকার 


No comments: