চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন?
চর্যাপদে তিব্বতী ভাষা
চর্যাপদের তিব্বতী অনুবাদক কে?
উত্তর: কীর্তিচন্দ্র
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন তাতে তিব্বতী কবিতাগুলো ছিল না।ড. প্রবোধ চন্দ্র বাগচী ১৯৩৮ সালে চর্যাপদের তিব্বতী ভাষায় লেখা কথামালা আবিষ্কার করেন। আর তিব্বতী ভাষায় প্রথম চর্যাপদের অনুবাদ করেন কবি কীর্তিচন্দ্র।
Leave a Comment